Trump Tariff: হলিউডকে বাঁচাতে কড়া পদক্ষেপ! বিদেশি সিনেমার উপর ১০০% কর আরোপের ঘোষণা ট্রাম্পের

People's Reporter: ট্রাম্পের অভিযোগ, আমেরিকান চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।
 ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি - সংগৃহীত
Published on

হোয়াইট হাউসে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে নতুন শুল্কনীতি অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন বিদেশি পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন তিনি। আর এবার বিদেশি সিনেমার উপর ১০০ শতাংশ কর চাপানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সিনেমাকে বাঁচাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর ঘোষণার পর বিদেশি ছবি থেকে শুল্ক আদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

সোমবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্পের অভিযোগ, আমেরিকান চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমেরিকার অর্থনীতির কোনও লাভ হচ্ছে না।

ট্রাম্প লিখেছেন, ‘‘চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিয়োগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং আমেরিকার অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান”।

গোটা বিষয়টিকে 'চক্রান্ত' বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ, ‘‘আমি বাণিজ্য দফতরকে বলব, "বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ কর আরোপ করা হোক। আবার বলছি, আমাদের চাই আমেরিকায় তৈরি সিনেমা”। ট্রাম্পের এই ঘোষণার পর বাণিজ্য দফতরের সচিব হোয়ার্ড লুটনিক জানিয়েছেন তাঁরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন।

ট্রাম্পের এই নয়া নির্দেশ এসেছে চিন তাদের দেশে আমেরিকায় তৈরি সিনেমার প্রদর্শনের পরিমাণ কমিয়ে দেওয়ার কথা ঘোষণার একমাসের মধ্যেই। উল্লেখ্য, সম্প্রতি চিন জানিয়েছিল আমেরিকায় তৈরি সিনেমার প্রদর্শনের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে সে দেশে।

তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত হলিউডকে পুনরুজ্জীবিত করার পরিবর্তে ডিজনি, প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রোসের মতো বড় স্টুডিওগুলিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর কারণ হল, কর ছাড় এবং কম শ্রম খরচের সুবিধার জন্য বহু আমেরিকান চলচ্চিত্রের শুটিং বিদেশে করা হয়।

প্রসঙ্গত, দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই নতুন শুল্কনীতি নিয়েছেন ট্রাম্প। যে সমস্ত দেশ আমেরিকার পণ্য থেকে চড়া হারে শুল্ক নিয়ে থাকে, তাদের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প। তবে বিতর্কের মুখে সে নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ব্যাতিক্রমি চিন। পাল্টা চিনও মার্কিন পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

 ডোনাল্ড ট্রাম্প
'আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়' - আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে দুঃখপ্রকাশ বিজয় দেবেরকোন্ডার
 ডোনাল্ড ট্রাম্প
Donald Trump: কাশ্মীর নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব ১০০০ বছর ধরে চলছে - ট্রাম্পের মন্তব্যে বিস্মিত নেট জগৎ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in