New York: বেতন বৃদ্ধি-কর্মী নিয়োগের দাবিতে নিউইয়র্কের রাস্তায় নার্সরা, তৃতীয় দিনে পড়ল ধর্মঘট!

দুটি হাসপাতালের সাত হাজারের বেশি নার্স গত সোমবার (০৯ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে হাসপাতালগুলোর স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।
নার্সদের ধর্মঘট
নার্সদের ধর্মঘট
Published on

বেতন বৃদ্ধি, কর্মী নিয়োগ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে নিউইয়র্কে লাগাতার ধর্মঘট নেমেছেন নার্সরা। গত সোমবার থেকে চলছে নার্সদের আন্দোলন। বুধবারও সেই আন্দোলন থেমে নেই। এদিনও নিজেদের দাবী পূরণে রাস্তায় নামেন ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতাল (Mount Sinai Hospital) ও মন্টেফিওর মেডিকেল সেন্টারের (Montefiore Bronx) নার্সরা।

জানা যাচ্ছে, দুটি হাসপাতালের সাত হাজারের বেশি নার্স গত সোমবার (০৯ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে হাসপাতালগুলোর স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

মিন্না স্কট (Minna Scott) নামে মাউন্ট সিনাই হাসপাতালের এক নার্স সংবাদ সংস্থা সিনহুয়া (Xinhua)-কে জানিয়েছেন, 'ধর্মঘটের পক্ষে রয়েছেন ৯৯ শতাংশ নার্স। সকলেই এই আন্দোলনে সামিল হয়েছেন।'

তিনি জানান, 'মাউন্ট সিনাই একটি বেসরকারী হাসপাতাল। তাই এখানে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য নিউইয়র্কের শ্রম আইন প্রয়োগ করা যাচ্ছে না।'

স্কট বলেন, 'বর্তমানে নার্সদের জন্য ৫০০র বেশি শূন্যপদ রয়েছে। কর্মী সংখ্যার স্বল্পতার জন্য নার্সদের ওভারটাইম কাজ করতে হচ্ছে।' তিনি জানান, 'প্রতিদিনই কিছু সংখ্যক নার্স হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। কারণ, তাঁরা এখানে কাজের ভবিষ্যৎ নিয়ে কোনও নিরাপত্তা পাচ্ছে না।'

নার্সদের এই ধর্মঘটে সহমর্মিতা জানিয়েছেন লরেন স্কিন (Lorraine Skeen) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি এদিন বলেন, 'নার্সরা পর্যাপ্ত বেতন পান না। অন্যদিকে, এই হাসপাতালের মালিক বছরে ১ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার ডলার উপার্জন করছেন। তাই, এই নার্সদের ন্যায্য দাবিকে আমি সমর্থন জানাচ্ছি।'

বুধবার নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, 'লিখিতভাবে নার্সদের দাবী না মানা পর্যন্ত ধর্মঘট জারি থাকবে। আলোচনার মূল কী পয়েন্ট হল - রোগীদের নিরাপত্তা ও যত্ন নেওয়ার জন্য, তাঁদের বেডের পাশে পর্যাপ্ত নার্সদের সংখ্যা নিশ্চিত করা।'

এদিকে, নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চলমান এ ধর্মঘটের কারণে যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখছে স্থানীয় প্রশাসন।

নার্সদের ধর্মঘট
Goldman Sachs-এর ইতিহাসে সবথেকে বড় ছাঁটাই, ৩২০০ কর্মীর চাকরি বাতিলের ইঙ্গিত
নার্সদের ধর্মঘট
Delhi: সরকারি বিজ্ঞাপনের আড়ালে দলীয় প্রচার! AAP-র কাছে ১৬৪ কোটি টাকা চেয়ে নোটিস দিল্লি সরকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in