Goldman Sachs-এর ইতিহাসে সবথেকে বড় ছাঁটাই, ৩২০০ কর্মীর চাকরি বাতিলের ইঙ্গিত

বিশ্বের বড় বড় বিনিয়োগ ব্যাঙ্কগুলি ২০২১ এবং ২০২২ সালের শুরুর দিকে বিশাল তেজীভাবের মধ্যে দিয়ে গেছিল। কারণ সংস্থাগুলি করোনভাইরাস লকডাউনের পরে বিপুল সংখ্যক একীভূতকরণ এবং অধিগ্রহণ শুরু করেছিল।
Goldman Sachs-এর ইতিহাসে সবথেকে বড় ছাঁটাই, ৩২০০ কর্মীর চাকরি বাতিলের ইঙ্গিত

গোল্ডম্যান শ্যাক্স এই সপ্তাহে তার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া শুরু করতে চলেছে। সংস্থার খরচ কমানোর জন্য কমপক্ষে ৩,২০০ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হবে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডম্যান শ্যাক্স সংস্থা বুধবার থেকে কর্মী ছাঁটাই শুরু করবে।

বিশ্বের বড় বড় বিনিয়োগ ব্যাঙ্কগুলি ২০২১ এবং ২০২২ সালের শুরুর দিকে বিশাল তেজীভাবের মধ্যে দিয়ে গেছিল। কারণ সংস্থাগুলি করোনভাইরাস লকডাউনের পরে বিপুল সংখ্যক একীভূতকরণ এবং অধিগ্রহণ শুরু করেছিল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, পরবর্তী সময়ে সুদের হার বেড়ে যাওয়া এবং কোম্পানির মূল্যায়ন কমে যাওয়ায় অধিগ্রহণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাজারে তেজীভাব থাকাকালীন গোল্ডম্যান শ্যাক্স তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্রুত প্রসারিত হয়েছিল এবং সর্বনিম্ন পারফরমারদের ছাঁটাই করার স্বাভাবিক প্রক্রিয়া চালু করেনি।

সংস্থার চিফ এক্সিকিউটিভ, ডেভিড সলোমন, গত মাসের শেষের দিকে কর্মীদের জানিয়েছিলেন, ক্রমবর্ধমান সুদের হারের কারণে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই ছাঁটাই প্রয়োজনীয় ছিল।

এই ছাঁটাই মূলত বিনিয়োগ ব্যাঙ্কিং বিভাগেই কেন্দ্রীভূত হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে প্রতিবছর আয় কমেছে। যদিও ব্যাঙ্ক জুড়ে বেশিরভাগ বিভাগই প্রভাবিত হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।

বর্তমানে এই সংস্থায় কর্মরত প্রায় ৪৯,০০০ জন। যার মধ্যে ৩,২০০ জন ছাঁটাই হতে চলেছেন। যা গোল্ডম্যান স্যাক্সের মোট কর্মীবাহিনীর ৭ শতাংশ।

এই প্রসঙ্গে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ব্যাঙ্ক জুনিয়র স্তরে নিয়োগ চালু রাখবে। উল্লেখ্য, ব্লুমবার্গ নিউজই প্রথমবার এই ছাঁটাইয়ের খবর দিয়েছে।

গোল্ডম্যান প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা বিবেচনা করছে বলে জানা গেছে। এটি ৪০ শতাংশ পর্যন্ত বোনাস পুল কাটানোর কথাও বিবেচনা করছে বলে মনে করা হচ্ছে।

২০০৯ সাল থেকে গোল্ডম্যান তার দ্বিতীয় সেরা বার্ষিক মুনাফা রিপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও দ্য গার্ডিয়ান-এর রিপোর্ট অনুসারে, বিনিয়োগকারীরা উদ্বিগ্ন যে ব্যাঙ্কের শেয়ারগুলি মরগান স্ট্যানলির মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম দামে লেনদেন করছে৷

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in