USA: 'অর্থ বরাদ্দ করে কোনও লাভ নেই' - আমেরিকার শিক্ষা দফতরই তুলে দিলেন ট্রাম্প!

People's Reporter: আমেরিকার শিক্ষা দফতরে যে বিনিয়োগ বন্ধ হবে তা আগে থেকেই ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি সংগৃহীত
Published on

আমেরিকার শিক্ষা দফতর বন্ধ করল ট্রাম্প প্রশাসন! শিক্ষা খাতে আর কোনও অর্থ বরাদ্দ করবে না মার্কিন সরকার। বৃহস্পতিবার তেমনই একটি নির্দেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে শিক্ষা খাতে ব্যয় করে সরকারের কোনও লাভই হচ্ছিল না।

আমেরিকার শিক্ষা দফতরে যে বিনিয়োগ বন্ধ হবে তা আগে থেকেই ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণা চূড়ান্ত হল বৃহস্পতিবার। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী এবার থেকে সরকার নির্ভর স্কুলগুলি বিভিন্ন প্রদেশের প্রশাসন দায়িত্ব নিতে পারে। কেন্দ্রীয়ভাবে আর কোনও আর্থিক সাহায্য করা হবে না। উল্লেখ্য, আমেরিকার শিক্ষা দফতরে প্রায় ৪০০০-র বেশি কর্মী কর্মরত ছিলেন।

ট্রাম্প বলেন, “আমরা শিক্ষা দফতর বন্ধ করতে চলেছি। যত দ্রুত সম্ভব এটা বন্ধ হয়ে যাবে। এই দফতর রেখে তেমন ভালো কিছুই হচ্ছিল না।”

প্রসঙ্গত, ১৯৭৯ সালে আমেরিকার শিক্ষা দফতরকে কেন্দ্রীয় প্রশাসনের আওতায় আনা হয়। যার কারণে সরকারি অনুদান পেত সরকারি স্কুলগুলি। মার্কিন প্রশাসন সূত্রে খবর, শিক্ষা দফতরের জন্য ২৫ হাজার মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ বন্ধ হয়ে গেলে সমস্যার সম্মুখীন হবে সরকারি অনুদান নির্ভরশীল বিদ্যালয়গুলি।

ডোনাল্ড ট্রাম্প
USA: 'সমতার নীতির পরিপন্থী' - মার্কিন সেনাবাহিনী থেকে রূপান্তরকামীদের বাতিলের নির্দেশে স্থগিতাদেশ
ডোনাল্ড ট্রাম্প
Statue of Liberty: স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দিক আমেরিকা! ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি ফ্রান্সের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in