ইউক্রেনের বাখমুট শহরের দখল নিলো রুশ সেনাবাহিনী, রাশিয়ার দাবি ওড়ালেন জেলেনস্কি

সূত্রে খবর, রাশিয়ার ভাড়া করা সেনাবাহিনী (ওয়াগনার গ্রুপ), তাদের আক্রমণের কাছে পরাজিত হয় ইউক্রেন সেনা।
ইউক্রেনের বাখমুট শহরের দখল নিলো রুশ সেনাবাহিনী, রাশিয়ার দাবি ওড়ালেন জেলেনস্কি
ফাইল চিত্র

লাগাতার আক্রমণের ফলে ইউক্রেনের আরও একটি শহর বাখমুট দখল করলো রাশিয়া। যদিও এই শহর দখলের কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এখনও ইউক্রেন যুদ্ধের বিরাম নেই। ধীরে ধীরে এক এক করে ইউক্রেনের শহরগুলি দখল করছে রাশিয়া। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, রাশিয়ার বেসরকারি সশস্ত্র বাহিনী (ওয়াগনার গ্রুপ), তাদের আক্রমণের কাছে পরাজিত হয়েছে ইউক্রেন সেনা। প্রথমে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। রাশিয়ান সেনার আক্রমণের মুখে ধীরে ধীরে শহর ছাড়তে বাধ্য হয় ইউক্রেন সেনা।

বাখমুট দখল প্রসঙ্গে জেলেনস্কিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বহুদিন ধরেই ওই অঞ্চলের লড়াই চলছে। তবে রাশিয়া দখল করতে পারেনি। আমরা ধীরে ধীরে আমাদের সমস্ত শহরগুলি রাশিয়ার দখলমুক্ত করবো। আমি হিরোশিমায় এসেছি, আশা করছি গোটা বিশ্ব যেন ইউক্রেনের ঐক্যের বার্তা শুনতে পায়। রাশিয়ার আগ্রাসী মনোভাবকে ইউক্রেন পরাস্ত করবেই। জি-৭ গোষ্ঠীর দেশগুলির কাছ থেকেও অত্যাধুনিক অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছি। বর্তমানে তিনি জাপানে রয়েছেন। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেছেন।

সূত্রের খবর, বাখমুট দখলের খুশিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর উদ্দেশ্যে পুরস্কারেরও ঘোষণা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'সাউদার্ন গ্রুপ অব ফোর্সের সহায়তায় ওয়াগনার গ্রুপের ক্রমাগত আক্রমণের মধ্য দিয়ে আর্তিওমভস্কের দখল নিয়েছে'। সোভিয়েত ইউনিয়নের সময় বাখমুটের নাম ছিল আর্তিওমভস্ক।

ইউক্রেনের বাখমুট শহরের দখল নিলো রুশ সেনাবাহিনী, রাশিয়ার দাবি ওড়ালেন জেলেনস্কি
BRICS: চ্যালেঞ্জের মুখে পশ্চিমী দুনিয়া! নতুন করে ব্রিকসে যোগদানের আবেদন ১৯টি দেশের!
ইউক্রেনের বাখমুট শহরের দখল নিলো রুশ সেনাবাহিনী, রাশিয়ার দাবি ওড়ালেন জেলেনস্কি
Ukraine Crisis: মধ্যস্থতার ভূমিকায় চীন, সৌদি-ইরানের পর জট কাটতে চলেছে রাশিয়া-ইউক্রেনের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in