
বিদ্রোহীদের হাতে দামাস্কাসের দখল এবং প্রেসিডেন্ট বাসার-আল-আসাদ-এর দেশত্যাগের পর নতুন আশায় বুক বাঁধছেন সিরিয়াবাসী। অনেকেই মনে করছেন বাসাদ-এর পতনের ফলে সিরিয়ায় দীর্ঘ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হবে। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনে ছিল সিরিয়া।
রবিবার সকালে প্রাক্তন আল কায়দা ঘনিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠী হায়াত-আল-তহরির-আল-শাম (HTS) দামাস্কাসের দখল নেয়। সরকারি সেনা কার্যত তাদের বাহিনীর সামনে আত্মসমর্পণ করে। দামাস্কাসের দখল নেবার পরেই সেই শহরকে স্বাধীন শহর হিসেবে ঘোষণা করে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট আসাদ দেশ ছাড়ার পরেই রাস্তায় নেমে জয় উদযাপন করে বিদ্রোহীদের সমর্থকরা।
প্রাথমিক ভাবে আসাদ এবং তাঁর পরিবার কোথায় গেছেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা গেছে তিনি রাশিয়ায় পৌঁছেছেন। রাশিয়ার পক্ষ থেকে তাঁকে আশ্রয় দেবার কথা জানানো হয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম মিখাইল উলিয়ানভকে উদ্ধৃত করে একথা জানিয়েছে। উলিয়ানভ ভিয়েনায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে রাশিয়ান দূত।
আন্তর্জাতিক স্তরে সিরিয়ায় আসাদ সরকারের পতনকে স্বাগত জানানো হয়েছে। বহু দেশই আশা করছে যে এর ফলে মধ্যপ্রাচ্য নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। যদিও যাদের হাতে সিরিয়া দখল হয়েছে সেই বিদ্রোহী গোষ্ঠী এইচ টি এস-কে আমেরিকার পক্ষ থেকে বহু আগে থেকেই সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দামাস্কাসের দখল নেবার পর এইচটিএস প্রধান আবু মহম্মদ আল-গোলানি জানিয়েছেন, এই অভূতপূর্ব জয়ের পর সমগ্র এই অঞ্চলের ইতিহাস নতুন করে লিখিত হবে। দামাস্কাসের উম্মায়দ মসজিদের সামনে এক বিশাল জমায়েতে তিনি বলেন, এই জয় ইসলামিক নেশনের জন্য নতুন দিশা দেখাবে।
অন্যদিকে আসাদ ইস্তফা দিয়ে দেশত্যাগ করলেও তাঁর সরকারের প্রধানমন্ত্রী মহম্মদ জলিল দামাস্কাসেই রয়েছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি প্রস্তুত এবং গোলানির সঙ্গে দেখা করে তাঁর হাতে ক্ষমতা তুলে দেবেন।
আসাদের ইস্তফা এবং দেশত্যাগের পরেই মুক্তি দেওয়া হয়েছে সমস্ত বন্দীকে। আসাদের শাসনকালে বিভিন্ন ঘটনায় এদের গ্রেপ্তার করা হয়েছিল। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে জানানো হয়েছে সিরিয়ার বিভিন্ন জেলে বন্দী ছিলেন ১,৩৬,৬১৪ জন।
সিরিয়ায় আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসানকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৪ বছরের নৃশংস গৃহযুদ্ধ এবং স্বৈরাচারী শাসনের পতনের পর আজ সিরিয়ার জনগণ একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ার ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন