Pakistan: আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠলো পাকিস্তান! নিহত ১৩ সেনা, আহত বহু

People's Reporter: ঘটনাটি ঘটে শুক্রবার, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিসংগৃহীত
Published on

আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠলো পাকিস্তান। বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৩ জন পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

ঘটনাটি ঘটে শুক্রবার। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সেনা কনভয়ের উপর হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি।

স্থানীয় এক কর্মকর্তা আন্তর্জাতিক এক সংবাদ সংস্থায় জানান, “একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক কনভয়ের মধ্যে ঢুকে পড়ে। বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত হয়েছেন। ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন সাধারণ নাগরিক আহত হয়।”

এক পুলিশ কর্মকর্তা জানান, “বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে এবং ৬ শিশু আহত হয়েছে।” ঘটনার পর এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নিয়মিত সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা যায়। পাকিস্তানি গোয়েন্দা সূত্রে খবর, হামলার পেছনে এই গোষ্ঠী জড়িত থাকতে পারে।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান জুড়ে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের মার্চ মাসে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) গুদালার ও পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ২১ জন যাত্রী এবং চারজন আধাসামরিক সেনাকে হত্যাও করেছিল।

২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাসবাদের কারণে মৃত্যুর সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৭৪৮। ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১,০৮১-এ। যা পাকিস্তানের কাছে বেশ উদ্বেগজনক।

প্রতীকী ছবি
Swiss Bank: সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থ ৩ গুণের বেশি বেড়েছে, কত হয়েছে জানেন?
প্রতীকী ছবি
পহেলগাঁও হামলা উধাও, বালুচিস্তানে অশান্তির অভিযোগ ভারতের বিরুদ্ধে! SCO-র বিবৃতিতে সই করলেন না রাজনাথ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in