
সুইস ন্যাশনাল ব্যাঙ্কে (SNB) ভারতীয়দের অর্থ বেড়েছে ৩ গুণেরও বেশি। সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত সর্বশেষ বার্ষিক তথ্য অনুযায়ী ভারতীয়দের অর্থ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন সুইস ফ্রাঙ্কে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭,৬০০ কোটি টাকা।
এই বৃদ্ধির মূল কারণ হিসেবে স্থানীয় শাখা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে জমা তহবিলকে উল্লেখ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য যে, ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা অর্থ মাত্র ১১ শতাংশ বেড়ে ৩৪৬ মিলিয়ন ফ্রাঙ্ক হয়েছে, যা মোট অর্থের এক দশমাংশ মাত্র।
২০২৩ সালে ৭০ শতাংশ পতনের পর এই অস্বাভাবিক বৃদ্ধিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তখন ভারতীয়দের তহবিল নেমে গিয়েছিল মাত্র ১০৪ কোটি ফ্রাঙ্কে - গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
তবে বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যানের সাথে 'কালো টাকা'-র কোনও সম্পর্ক নেই। ২০১৮ সাল থেকে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে কর সংক্রান্ত তথ্য আদান-প্রদানের স্বয়ংক্রিয় চুক্তি কার্যকর রয়েছে। এর ফলে ভারতীয় কর্তৃপক্ষ প্রতি বছর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিস্তারিত তথ্য পেয়ে আসছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নতুন নিয়ম, বৈশ্বিক অনিশ্চয়তা, মুদ্রাবাজারের ওঠানামা—এসব কারণে অনেক অনাবাসী ভারতীয়, ভারত ত্যাগ করা ধনী পরিবার ও ভারতের ধনী পরিবারও সুইস ব্যাংকে অর্থ রাখছেন।
বিশ্বব্যাপী সুইস ব্যাংকে রাখা বিদেশি তহবিলের পরিমাণ ২০২৪ সালে সামান্য কমে ৯৭৭ বিলিয়ন ফ্রাঙ্কে নেমে এসেছে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারত রয়েছে ৪৮তম স্থানে। যা আগের বছর ছিল ৬৭তম। তার আগের বছর ভারত ছিল ৪৬ নম্বরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন