নিউ ইয়র্কের সম্ভাব্য মেয়র ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি! 'উন্মাদ কমিউনিস্ট' - কটাক্ষ ট্রাম্পের

People's Reporter: ১৯৯১ সালের ১৮ অক্টোবর মাসে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন জোহরান মামদানি। তাঁর মা মীরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানি।
জোহরান মামদানি
জোহরান মামদানিছবি - জোহরান মামদানির ফেসবুক পেজ
Published on

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি ভারতীয়-আমেরিকান চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরানের মেয়র নির্বাচনে প্রথম ধাপের জয়টা ভালোভাবে মেনে নিতে পারছেন না। জোহরানকে 'উন্মাদ কমিউনিস্ট' বলে কটাক্ষ করেছেন তিনি।

নিউ ইয়র্কের মেয়র হওয়ার পদে এক ধাপ এগিয়ে গিয়েছেন জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক মেয়র পদে প্রাথমিক নির্বাচনে তিনি হারিয়েছেন আর এক ডেমোক্র্যাটিক পদপ্রার্থী তথা প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো। রাজনৈতিক মহলে জোহরান মামদানি বামপন্থী হিসেবেই পরিচিত।

তবে এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসেনি। তার আগেই পরাজয় স্বীকার করেছেন অ্যান্ড্রু কুওমো। প্রাথমিক নির্বাচন থেকেই বোঝা যায় মেয়র হিসেবে কে পদে বসতে চলেছেন। বিশেষ অঘটন কিছু না ঘটলে মামদানির মেয়র হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন নিউ ইয়র্কের একাংশ। আগামী নভেম্বর মাসে হবে মেয়র নির্বাচন।

মা চিত্রপরিচালক হওয়ায় নিজের প্রচারে বলিউডের একাধিক সিনেমার ভিডিও ক্লিপ ব্যবহার করেছিলেন। যার মধ্যে অন্যতম হল ১৯৭৫ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা 'দিওয়ার'। এই সিনেমাতে অমিতাভকে একটা দৃশ্যে বলতে শোনা যায়, "আজ মেরে পাস বিল্ডিংয়ে হ্যায়, সম্পত্তি হ্যায়, বাংলা হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, গাড়ি হ্যায়। তুমারে পাস কেয়া হ্যায়?" এই দৃশ্যে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে অমিতাভ বচ্চনের সাথে তুলনা করেছেন জোহরান।

ভিডিও-র পরের দৃশ্যেই জোহরান শাহরুখ খানের আইকনিক ভাবে দাঁড়ানোকে নকল করে উত্তর দেন, আমার কাছে আপনারা আছেন (অর্থাৎ নিউ ইয়র্ক-র জনগণ যাঁরা তাঁকে নির্বাচিত করবেন)। এছাড়াও ওই ভিডিওতে বলিউডের অন্যান্য সিনেমার ক্লিপিংস ব্যবহার করে নিউ ইয়র্কে থাকা ভারতীয় বংশোদ্ভূতদের নির্বাচনে নিজের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ভিডিওতে র‍্যাঙ্কিং ভোট অর্থাৎ প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ এবং পঞ্চম পছন্দের প্রার্থীকে ভোট দানের বিষয়ও উল্লেখ করেছেন তিনি।

১৯৯১ সালের ১৮ অক্টোবর মাসে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন জোহরান মামদানি। তাঁর মা মীরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানি। মাহমুদ মামদানির জন্ম ১৯৪৬ সালে তৎকালীন বোম্বেতে। পরে তিনি উগান্ডা চলে যান। তিনি ছিলেন গুজরাটি মুসলিম। জোহরানও বেড়ে ওঠেন উগান্ডাতে। পরে নিউ ইয়র্কে স্থানান্তরিত হন তাঁরা। আমেরিকাতে থেকেই তাঁর রাজনৈতিক জীবন গড়ে উঠেছে। মূল নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র।

উল্লেখ্য, মামদানির ডেমোক্র্যাটিক প্রাথমিক নির্বাচন জয় নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, "অবশেষে এটা ঘটেছে, ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেছে। ১০০% উন্মাদ কমিউনিস্ট জোহরান মামদানি। ডেম প্রাইমারি (ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচন) জিতেছেন এবং মেয়র হওয়ার পথে। আমাদের আগেও র‍্যাডিক্যাল বামপন্থীরা ছিল কিন্তু এটা একটু হাস্যকর হয়ে উঠছে। তিনি খুব একটা স্মার্ট নন।"

জোহরান মামদানি
Iran-Israel Conflict: ধ্বংস হয়নি ইরানের ৩ পরমাণু কেন্দ্র! চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে
জোহরান মামদানি
ভারতে আসা মহিলা নাগরিকদের বিশেষ সতর্কবার্তা আমেরিকার, মোদীর জন্য বিশ্বব্যাপী লজ্জা - আক্রমণে কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in