বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ?

People's Reporter: ২০২১ সালের পর এই প্রথম কোনও দেশ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। চীন ও সংযুক্ত আরব আমিরশাহী তালিবানের সঙ্গে রাষ্ট্রদূত বিনিময় করলেও তারা এখনও সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনছবি - এক্স
Published on

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনকি আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসানকেও স্বাগত জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নয়া কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে পুতিনের দেশ।

২০২১ সালে আফগানিস্তানে তালিবানরা সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনও দেশ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। বৃহস্পতিবার রাশিয়া ঘোষণা করে, তারা আফগানিস্তান সরকারের নয়া নিযুক্ত রাষ্ট্রদূত গুল হাসানকে স্বাগত জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা বিশ্বাস করি আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ফলে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথ সম্প্রসারিত হবে”।

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি, পরিবহন, কৃষি ও পরিকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং রাশিয়া তালিবান সরকারকে সন্ত্রাসবাদ ও মাদক-সম্পর্কিত অপরাধ দমনে সাহায্য করতে থাকবে।

অন্যদিকে, তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রাশিয়ার এই সিদ্ধান্তকে "ইতিবাচক ও গুরুত্বপূর্ণ" বলে স্বাগত জানিয়েছে। কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে আমির খান মুত্তাকির সাক্ষাতের একটি ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।

এই স্বীকৃতির ঐতিহাসিক তাৎপর্য উল্লেখযোগ্য। সোভিয়েত ইউনিয়ন ১৯৮০-এর দশকে আফগানিস্তানে একটি দীর্ঘ যুদ্ধের পরে মুজাহিদিনদের কাছে পরাজিত হয়ে সরে দাঁড়ায়। পরে এদেরই কিছু অংশ তালিবানের ভিত্তি গড়ে তোলে।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর, রাশিয়া সেই কয়েকটি দেশের মধ্যে একটি ছিল যারা আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছিল। এমনকি চলতি বছরের এপ্রিলে রাশিয়া তালিবানের উপর থেকে সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমাও সরিয়ে দিয়েছিল।

চীন (China) ও সংযুক্ত আরব আমিরশাহী (UAE) তালিবানের সঙ্গে রাষ্ট্রদূত বিনিময় করলেও তারা এখনও সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে এই স্বীকৃতির অভাব তালিবানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন থামাতে পারেনি। ২০২৩ সালে এক চীনা সংস্থা আফগানিস্তানে তালিবান সরকারের সাথে তেল উত্তোলনের চুক্তি করে। পাশাপাশি তালিবান সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকেও স্বীকৃতি পেতে সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পদক্ষেপ তালিবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির পথে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Chile: প্রাইমারিতে বিপুল জয়, চিলির রাষ্ট্রপতি নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হচ্ছেন জেনাট জারা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Trump: ভর্তুকি না দিলে দোকানই বন্ধ হয়ে যাবে - নতুন দল গড়ার কথা বলতেই মাস্ককে হুঁশিয়ারি ট্রাম্পের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in