'ট্রাম্পই যুদ্ধবিরতি করিয়েছেন', নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ পাকিস্তানের

People's Reporter: পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ
ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নাম সুপারিশ করল পাকিস্তান (Pakistan)। শনিবার পাকিস্তান সরকারের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি জারি করা হয়। ইসলামবাদের দাবি, কৌশলে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন ট্রাম্প।

বুধবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর ৩৫ মিনিট ফোনে কথা হয়েছে। সেই ফোনালাপে মোদী ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছিলেন, ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। পাকিস্তানের দিক থেকে সংঘর্ষবিরতির প্রস্তাব এলে ভারত তাতে সম্মত হয়েছিল। এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছিলেন মোদী।

মিস্রীর এই দাবির কয়েক ঘণ্টা পর ওইদিনই ফের একবার ট্রাম্প দাবি করেন, সংঘর্ষবিরতির মূল কাণ্ডারি তিনিই। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, ভারত এবং পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত তিনি থামিয়েছেন। তিনিই মধ্যস্থতা করেছেন। তিনি পাকিস্তানকে ভালোবাসেন এবং মোদিও তাঁর খুব ভাল বন্ধু। ট্রাম্পের সেই দাবি সমর্থন করেছে পাকিস্তান। আর এবার ইসলামবাদ চায়, ট্রাম্পের এই উদ্যোগের জন্য তাঁক নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক।

পাকিস্তানের প্রকাশিত সরকারি বিবৃতি উদ্ধৃত করে সেই তথ্য জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডন। প্রকাশিত সেই প্রতিবেদন অনুসারে বিবৃতিতে বলা হয়েছে, "ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে"।

ইসলামবাদের বক্তব্য, "ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ চলাকালীন এই হস্তক্ষেপ প্রকৃত শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে ট্রাম্পের ভূমিকার প্রমাণ দেয়। তিনি আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের উপরেই জোর দিয়ে এসেছেন"। সেই জন্য পাক সরকার চায় ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাক ট্রাম্প।

এমনকি, পাক সরকারের তরফ থেকে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর নিয়ে চলমান বিবাদ মেটাতেও ট্রাম্পের প্রস্তাব এসেছে। পশ্চিম এশিয়ায় এই মুহুর্তে ইজরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে, সেখানেও শান্তি ফেরাতে ট্রাম্প ভূমিকা নেবেন বলে আশাবাদী পাকিস্তান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা। নিহত হন ২৬ জন। এই ঘটনার প্রতিবাদে ৭ মে গভীর রাতে 'অপারেশন সিঁদুর'- এর মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারত। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানও ফের পাল্টা হামলা করে। টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলেছে। এর পর ১০ মে বিক্রম মিস্রি সংঘর্ষবিরতি ঘোষণা করেন। যদিও মিস্রির ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প।

KEYWORDS: Donald Trump, India Pakistan Tension, India Pakistan Conflict, Pakistan, Nobel Peace Prize, Nobel Prize

ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ
Congress: রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিনে চাকরি মেলার আয়োজন কংগ্রেসের! ৫০০০ কাজের সুযোগ
ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ
Bihar: 'মিথ্যা প্রতিশ্রুতির বৃষ্টি হচ্ছে' - প্রধানমন্ত্রীর বিহার সফর নিয়ে কটাক্ষ লালু প্রসাদ যাদবের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in