
ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির হার উদ্বেগজনক হ্রাস পেয়েছে। হায়দরাবাদের একাধিক শিক্ষা পরামর্শদাতা জানিয়েছেন, গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
বিশেষজ্ঞদের মতে, মূল সমস্যা হল ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট স্থগিত রাখা এবং ভিসা প্রত্যাখ্যানের হার হঠাৎ বেড়ে যাওয়া। হায়দরাবাদ ওভারসিজ কনসালটেন্টের সঞ্জীব রাই বলেন, “সাধারণত এই সময়ে অধিকাংশ শিক্ষার্থী তাদের ভিসা প্রক্রিয়া শেষ করে ফ্লাইট ধরার প্রস্তুতি নেন। কিন্তু এবার আমরা প্রতিদিন পোর্টাল রিফ্রেশ করেও স্লট পাচ্ছি না। এটি বছরের সবচেয়ে খারাপ সময়।”
উইন্ডো ওভারসিজ এডুকেশন কনসালটেন্সির অঙ্কিত জৈন জানান, “অনেকে স্লট বুক করলেও সেটার নিশ্চয়তা নেই। হয়তো মার্কিন সিস্টেমটি শুধুমাত্র টেস্টিং করছে। কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও দুশ্চিন্তা বাড়ছে।”
এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী বিকল্প গন্তব্য বেছে নিচ্ছে। এক পড়ুয়া জানান, “আমি আর অপেক্ষা করতে পারছি না। হয়তো পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে। তাই এখন জার্মানিতে পড়ছি।”
অনেকেই মনে করছেন এই ভাবে চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে স্লট না এলে পড়ুয়া ভর্তির সংখ্যা ৮০ শতাংশ হ্রাস পাবে।
আরও উদ্বেগের বিষয় হল, যাঁরা আগে স্লট পেয়ে সাক্ষাৎকার দিয়েছেন, তাঁদেরও ভিসা বাতিল করা হচ্ছে। অঙ্কিত জৈন বলেন, “২১৪(বি) ধারার আওতায় অনেক শিক্ষার্থীর আবেদন নাকচ হয়েছে, যদিও তাঁদের সোশ্যাল মিডিয়া বা ব্যাকগ্রাউন্ডে কোনও সমস্যা ছিল না।”
মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১৪(বি)-র আওতায় তখনই ভিসা প্রত্যাখ্যান হয় যখন আবেদনকারী তাঁর দেশে ফিরে আসার যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হন।
হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা পর্যায়ক্রমে স্লট পুনরায় চালু করছি। আবেদনকারীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে ও অতিরিক্ত প্রক্রিয়াকরণের সময় বিবেচনায় রাখতে বলা হচ্ছে।”
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১.৬ লক্ষেরও বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করছে। গত বছর বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যার বিচারে চীনকে ছাড়িয়ে গিয়েছিল ভারত, যা ছিল ৩.৩ লক্ষেরও বেশি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন