নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন
নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনফাইল ছবি, সৌজন্যে নরেন্দ্র মোদীর ফেসবুক ওয়াল

Vladimir Putin: 'এবার আমাদের পালা' - ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

People's Reporter: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, "ভারত সরকারের তরফ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর নিয়ে প্রস্তুতি চলছে"।
Published on

ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারই রাশিয়ার বিদেশমন্ত্রক বিষয়টি জানিয়েছে। তবে তিনি কবে আসবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতে আসতে চলেছেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন তিনি। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, "ভারত সরকারের তরফ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর নিয়ে প্রস্তুতি চলছে"।

তিনি আরও জানান, পুতিনের ভারত সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক অধ্যায় রচিত হবে।

উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় এসেই প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই কথা মাথায় রেখেই ল্যাভরভ জানান, "এবার আমাদের পালা"।

গত বছর জুলাই মাসে রাশিয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই আনুষ্ঠানিকভাবে পুতিনকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান মোদী। সেই আমন্ত্রণেই সাড়া দিলের রুশ প্রধান। এছাড়া গত অক্টোবর মাসেও ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী।

পুতিনের ভারত সফর যে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে 'বন্ধুত্বের' সম্পর্ক সকলেরই জানা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারতের অবস্থান ছিল নিরপেক্ষ। ভারত যুদ্ধের বিরোধিতা করলেও সরাসরি পুতিনকে কোনও আক্রমণ করেনি। প্রধানমন্ত্রী বরাবরই পুতিনের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে, যুদ্ধ সমাধানের পথ নয়।

পুতিনের ভারত সফরকে কেমন ভাবে দেখবে আমেরিকা তাই এখন ভাবাচ্ছে কূটনৈতিক মহলকে। কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনে ভারত সরকার। তবে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জো বাইডেন। বর্তমানে রাষ্ট্রপতি হলেন ট্রাম্প। যিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পক্ষেই সওয়াল করেছেন।

নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন
USA: 'অর্থ বরাদ্দ করে কোনও লাভ নেই' - আমেরিকার শিক্ষা দফতরই তুলে দিলেন ট্রাম্প!
নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন
BHU: প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও ভর্তি নিল না বিএইচইউ, প্রতিবাদে ধর্নায় দলিত ছাত্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in