"No Kings" Protest: আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধী 'নো কিংস' বিক্ষোভ, প্রতিবাদে শামিল ৭০ লক্ষ মানুষ

People's Reporter: “নো কিংস” বিক্ষোভের সংগঠকরা জানিয়েছেন ৫০ রাজ্যের ২৭০০ অঞ্চলে বিক্ষোভ হয়েছে। প্রায় ৭০ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন নীতির বিরুদ্ধে।
টাইমস স্কোয়ারে বিক্ষোভে শামিল লাখে লাখে মানুষ
টাইমস স্কোয়ারে বিক্ষোভে শামিল লাখে লাখে মানুষছবি - এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on
Summary

* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা।

* আমেরিকা জুড়ে নো কিংস বিক্ষোভ।

* ৫০ রাজ্যের ২৭০০ অঞ্চলে শনিবার বিক্ষোভে শামিল ৭০ লক্ষ মানুষ।

* বিক্ষোভকারীদের ব্যঙ্গ করে সামাজিক মাধ্যমে পোষ্ট ডোনাল্ড ট্রাম্পের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা (USA)। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সমস্ত রাজ্য এবং প্রধান প্রধান শহরে সাধারণ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরোধিতা করে ‘নো কিংস’ (No Kings) বিক্ষোভে শামিল হয়েছেন। এই কর্মসূচির আয়োজকদের দাবি দেশের বিভিন্ন শহরে এখনও পর্যন্ত ৭০ লক্ষের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ক্যাপিটলের সামনে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে প্রোগ্রেসিভ সেনেটর বার্নি স্যান্ডার্স ডোনাল্ড ট্রাম্পের অধীনে গণতন্ত্রের বিপদ সম্পর্কে সতর্ক করে জানিয়েছেন, "আমাদের এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি নিজের হাতে এবং তার ঘনিষ্ঠ অভিজাত বন্ধুদের হাতে আরও বেশি ক্ষমতা চান।

“নো কিংস” বিক্ষোভের সংগঠকরা জানিয়েছেন শনিবার ৫০টি রাজ্যের ২৭০০ অঞ্চলে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। যেখানে প্রায় ৭০ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন নীতির বিরুদ্ধে। এর আগে জুন মাসে “নো কিংস” বিক্ষোভের প্রথম দফায় অংশ নিয়েছিলেন প্রায় ২০ লক্ষ মানুষ। উল্লেখযোগ্যভাবে এবারের বিক্ষোভে সমাজের বিভিন্ন অংশের, বিভিন্ন বয়সের মানুষকে অংশ নিতে দেখা গেছে। সেখানে ২০ বছর বয়সী যুবক থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধা সকলেই আছেন।

বোস্টনে নো কিংস বিক্ষোভ
বোস্টনে নো কিংস বিক্ষোভছবি - এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, শিকাগো, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলস, বোস্টন, ফিলাডেলফিয়া, ডেনভার, সিয়াটেল, নিউ ইয়র্ক সিটিতে বড়ো সংখ্যায় মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। টাইমস স্কোয়ারে সাধারণ মানুষ আমেরিকার পতাকা হাতে “নো মোর ট্রাম্প” শ্লোগান তোলেন। আমেরিকা জুড়ে শহরে শহরে বিক্ষোভ হলেও এই বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে পুলিশ এবং কোথাও কোনও গ্রেপ্তারির ঘটনা ঘটেনি।

যদিও সাধারণ মানুষের এই বিক্ষোভকে রিপাবলিকান দলের পক্ষ থেকে “হেট আমেরিকা র‍্যালি” বলে অভিহিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব  রাজনৈতিক টিম এই বিক্ষোভকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেছে। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিক্ষোভের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিনিধি আবিগালি জ্যাকসনকে প্রশ্ন করা হলে তিনি ইমেলে জানিয়েছেন, “কেউ গুরুত্ব দিচ্ছে না”।  

ওয়াশিংটন ডিসি তে নো কিংস বিক্ষোভ
ওয়াশিংটন ডিসি তে নো কিংস বিক্ষোভছবি - এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট

বিক্ষোভ প্রসঙ্গে ফক্স বিজনেস-এর প্রতিনিধিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীরা আমাকে রাজা বলে অভিহিত করছে। কিন্তু আমি কোনও রাজা নই। বিক্ষোভকারীদের ব্যঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক রিপাবলিক্যান সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক এআই দিয়ে তৈরি ভিডিও পোষ্ট করেছেন।

যার উত্তরে বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমরা জানি রাষ্ট্রপতি ট্রাম্প) রাজা নন, কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের দিকে যেতে দেখতে চাই না এবং বিক্ষোভের মূল উদ্দেশ্যই এটাই। বিভিন্ন অঞ্চলের বিক্ষোভে ডেমোক্রেট রাজনীতিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বিবিসি।

শিকাগোতে নো কিংস বিক্ষোভ
শিকাগোতে নো কিংস বিক্ষোভছবি - এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট

চলতি বছরের জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি প্রসারিত করেছেন। একাধিক বিষয়ে বিভিন্ন রাজ্যের গভর্নরদের আপত্তি সত্ত্বেও তিনি এক্সিকিউটিভ অর্ডার ব্যবহার করে ফেডারেল সরকারের কিছু অংশ ভেঙে দিয়েছেন এবং মার্কিন শহরগুলিতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করেছেন। ট্রাম্পের দাবি, সংকটে থাকা দেশ পুনর্গঠনের জন্য তাঁর পদক্ষেপগুলি প্রয়োজনীয় এবং তাঁর বিরুদ্ধে স্বৈরশাসক বা ফ্যাসিবাদী আচরণের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

রয়টার্স-এর সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় দেখা গেছে ৪০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৫৮ শতাংশ মানুষ তাঁর সাম্প্রতিক কাজকর্মের বিরোধিতা করেছেন।

টাইমস স্কোয়ারে বিক্ষোভে শামিল লাখে লাখে মানুষ
Donald Trump: 'আমি সব সময়ই মোদীর বন্ধু থাকতে প্রস্তুত' - আচমকাই ভারতের বিরুদ্ধে সুর নরম ট্রাম্পের!
টাইমস স্কোয়ারে বিক্ষোভে শামিল লাখে লাখে মানুষ
Donald Trump: ট্রাম্পের নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর! সরকারি দপ্তরের ১৩৯ জন কর্মীকে ছুটিতে পাঠানো হল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in