
ফের 'বন্ধুত্বে'র সম্পর্ক ভালো করতে উদ্যোগী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 'ভারতকে হারিয়ে ফেলেছি' বলে হতাশা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আজ আবার ভারতের সাথে সম্পর্ক ভালো বলে দাবি করলেন ট্রাম্প।
এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমার মনে হয় না ভারতকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনেছে। এই বিষয়টি নিয়ে আমরা হতাশ। তবে মোদীর সাথে আমার সম্পর্ক খুব ভালো। আমি সব সময়ই মোদীর বন্ধু থাকতে প্রস্তুত। উনি ভালো প্রধানমন্ত্রী। ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে"।
ট্রাম্পের এই সাংবাদিক সম্মেলনের পর নরেন্দ্র মোদীও সমাজমাধ্যমে বন্ধুত্বের কথা জানিয়েছেন। তিনি লেখেন, "রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে"।
ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই দুই রাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়েও একাধিকবার আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি এসসিও সম্মেলনে যোগদানের জন্য চীনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। কার্যত সেই আলোচনার মাধ্যমে আমেরিকাকে বিশেষ বার্তা দেওয়া হয় বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।
প্রসঙ্গত, শুক্রবার ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, "মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এটাই কামনা করি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন