Orange Shark: কোস্টারিকা উপকূলে মিলল কমলা রঙের বিরল হাঙর! গায়ের রঙ পরিবর্তনের কারণ জানালেন গবেষকরা

People's Reporter: বিজ্ঞানীরা বলছেন, দুটি বিরল জেনেটিক অবস্থার কারণে সেটির গায়ের রং কমলা হয়েছে। অ্যালবিনিজম এবং জ্যান্থিজম-এর সংমিশ্রণের ফলে মেলানিনের উৎপাদন প্রভাবিত হয়েছে। হাঙরটির চোখও সাদা ছিল।
উজ্জ্বল কমলা রঙের হাঙর
উজ্জ্বল কমলা রঙের হাঙরছবি - সংগৃহীত
Published on

কোস্টারিকার টর্তুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে দেখা মিলল এক বিরল প্রজাতির হাঙর। উজ্জ্বল কমলা রঙের বিশাল আকৃতির এবং চোখের রং সাদা। দেখে মনে হবে বড়সড় আকারের গোল্ডফিশ।

সম্প্রতি মেরিন বায়োলজি জার্নালে কমলা রঙের হাঙরটির ছবি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীর জানাচ্ছেন, এই ধরণের কমলা রঙের হাঙরের সন্ধান এই প্রথম মিলেছে।

জানা গেছে, ছবিগুলো তোলা হয়েছিল এক বছর আগে। প্যারিসিমা ডোমাস ডেই নামের একটি পর্যটন কোম্পানি হাঙরের ছবিগুলো প্রথম প্রকাশ করে। ওই কোম্পানির কয়েকজন পর্যটক মাছ ধরার সফরে গিয়েছিলেন। জলের ৩৭ মিটার গভীরে তাঁরা হাঙরটিকে দেখতে পান। সে সময় সেখানে জলের তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

হাঙরটির ছবি তোলার পর তাকে জলে ছেড়ে দেওয়া হয়। পরে বিজ্ঞানীদের কাছে তাঁরা এই ঘটনার বর্ণনা দেন। তাঁরা জানিয়েছিলেন, হাঙরটি দেখতে গোল্ডফিশের মতো ছিল।

কী কারণে হাঙরের গায়ের রঙ কমলা হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, একটি নয় বরং দুটি বিরল জেনেটিক অবস্থার কারণে সেটির গায়ের রং কমলা হয়েছে। অ্যালবিনিজম এবং জ্যান্থিজম (যা জ্যান্থোক্রোইজম নামেও পরিচিত) এর সংমিশ্রণের ফলে মেলানিনের উৎপাদন প্রভাবিত হয়েছে। হাঙরটির চোখও সাদা ছিল। যা তাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

এর আগে কিছু মাছ, সরীসৃপ এবং পাখির মধ্যে তা দেখা গিয়েছে। কিন্তু, ক্যারিবিয়ান এলাকায় এরকম তরুণাস্থি যুক্ত মাছ প্রজাতির মধ্যে এটাই প্রথম নমুনা। যদিও গবেষণা এখনও শেষ হয়নি। গবেষকদের দাবি, আরও পরীক্ষানিরীক্ষা করে বিভিন্ন তথ্য উঠে আসতে পারে ভবিষ্যতে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in