
উত্তপ্ত হয়ে উঠলো ভারতের আর এক প্রতিবেশী দেশ নেপাল (Nepal)। দফায় দফায় সরকার বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত প্রায় ৫০ জন। কাউকে সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখলেই গুলি করার নির্দেশ দিয়েছে নেপাল সরকার।
৪ সেপ্টেম্বর থেকে নেপালে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এক্স (পূর্বতন টুইটার) সহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়। যার প্রতিবাদে সোমবার রাজধানী কাঠমান্ডুর নিউ বাণেশ্বরে বিক্ষোভ দেখান জেন-জি প্রজন্ম। অর্থাৎ মূলত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে যুবক-যুবতীরা এই বিক্ষোভে সামিল হন।
দ্য কাঠমান্ডু পোস্ট-এর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৭জন চিকিৎসাধীন অবস্থায় সিভিল হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে মারা যান।
জানা যায়, রাজধানীর সংসদ ভবনের সামনে কাঁটাতার ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হলে পুলিশ পিছু হটে। পরে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয় এবং সংসদ ভবন, সরকারি সচিবালয়, প্রেসিডেন্ট ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কার্ফু জারি করা হয়।
বিক্ষোভকারীরা রাস্তায় মিছিল প্রদর্শন করেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল — “সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতি বন্ধ করো”, “যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে” ইত্যাদি।
উল্লেখ্য, গত সপ্তাহে এক সরকারি নির্দেশিকায় বলা হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সহ ওই ২৬টি সংস্থাকে সাতদিন সময় দেওয়া হয়েছিল নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে তারা। এরপরেই এগুলি বন্ধের রায় দেয় নেপালের সুপ্রিম কোর্ট।
গত ২৮ আগস্ট মন্ত্রক সংস্থাগুলিকে নথিপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল। বুধবার সময়সীমা শেষ হয়। কিন্তু সেই নির্দেশের পরেও নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করেনি। যার ফলেই এই পদক্ষেপ। সরকারের দাবি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স একাধিকবার নির্দেশ পেলেও তা মানেনি। বিদেশি সংস্থার কেউই কোনও আবেদন দেয়নি বলে খবর।
অন্যদিকে, টিকটক, ভাইবার, উইটক এবং পপো লাইভ-এর মতো অ্যাপগুলি নিজেদের সরকারের তালিকাভুক্ত করে রেখেছে আগেই। টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরির মতে, সংস্থাগুলি বর্তমানে সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেকারণে এই সমস্ত সমাজমাধ্যমগুলোর পরিষেবাগুলি চালু রয়েছে নেপালে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন