
বড়দিনের আগে আমাজন (Amazon), স্টারবাকস (Starbucks)-র মতো জনপ্রিয় কোম্পানির শ্রমিকদের ধর্মঘটে উদ্বেগে মার্কিন প্রশাসন। উৎসবের মরসুমে শ্রমিকরা কাজে ফিরতে না চাইলে বড় ক্ষতির মুখ দেখতে পারে সংস্থাগুলি।
মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে পরিবেশের উন্নতি, নানান সুযোগ-সুবিধা নিশ্চিত সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দেন আমাজনের প্রায় ৭ হাজার গিগ শ্রমিক এবং স্টারবাকসের প্রায় ৮ হাজার শ্রমিক। এই ধর্মঘট ৫ দিন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবি পূরণ করছে না মালিকপক্ষ। মজুরি বৃদ্ধি হচ্ছে না। মালিকপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কিছুই করা হচ্ছে না। চলতি বছর এখনও পর্যন্ত স্টারবাকস প্রায় ১০ কোটি ডলার মুনাফা অর্জন করলেও শ্রমিকদের বেতন একই আছে। সেই কারণে ধর্মঘটের পথ বেছে নিয়েছেন তাঁরা।
আমেরিকার শিকাগো, লস অ্যাঞ্জেলসের মতো বড় বড় শহরের শ্রমিকরা ধর্মঘটে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। ধর্মঘটের পরিসর আরও বাড়বে বলে খবর শ্রমিক সংগঠন সূত্রে। 'স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড' জানায়, আমেরিকার আরও ৫০০টি অঞ্চলে ধর্মঘটের প্রভাব পড়বে।
স্টারবাকসের শ্রমিকদের পাশাপাশি ধর্মঘট করছেন আমাজনের গিগ শ্রমিকরাও। শ্রমিক সংগঠন 'টিমস্টার্স' জানিয়েছে, তাঁদেরও একই সমস্যা। বেতন বৃদ্ধি হচ্ছে না তাঁদের। মালিকপক্ষ আলোচনা করবে বলেও করেনি। টিমস্টার্সের সভাপতি শান ও'ব্রায়ান জানান, 'উৎসবের মরসুমে যদি আপনাদের ডেলিভারি সময়মতো না পৌঁছয় তাহলে তার জন্য দায়ী থাকবে আমাজন। কারণ আমাজন কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করতে চাইছেন না।'
আমাজনের গিগ শ্রমিকরা নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া এবং ইলিনোয়াতে আমাজন পরিচালিত ৭টি ইউনিটে ধর্মঘট করছেন। অবিলম্বে তাঁদের দাবি না মানলে ধর্মঘটের সময়সীমা বৃদ্ধি পেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন