Donald Trump: 'ফোন করেছিলেন মোদী' - ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ফের নয়া দাবি ট্রাম্পের!

People's Reporter: ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর মূল কারিগর হলেন ট্রাম্প। এই কথা একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজে।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি - ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ
Published on

ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! যুদ্ধবিরতি নিয়ে এবার এই নয়া দাবি করলেন ট্রাম্প। বিপুল পরিমাণ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ থামিয়েছিলেন বলেও দাবি ট্রাম্পের।

ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর মূল কারিগর হলেন ট্রাম্প। এই কথা একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। বুধবার হোয়াইট হাউজে যুদ্ধবিরতি নিয়ে আরও এক ধাপ এগিয়ে নয়া দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, "নরেন্দ্র মোদী আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন 'আমরা এই কাজ করব না'। তখন আমি প্রশ্ন করি কোন কাজ? তিনি বলেছিলেন যুদ্ধে যাবেন না।"

তিনি আরও বলেন, 'ভারত এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে যাচ্ছিল। আমি নামতে দিইনি। শুল্কের ভয় দেখিয়েছিলাম। দুই দেশ যুদ্ধ করলে ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিই'।

উল্লেখ্য, গত ৬ মে রাতে পহেলগাঁও হামলার বদলা হিসাবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি উদ্দেশ্য করে হামলা চালায় ভারত। পাল্টা পাকিস্তান হামলা চালালে দু'দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। চারদিনের মাথায় ১০ মে আচমকা দু'দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বাণিজ্যচুক্তির ভয় দেখিয়ে দুই দেশকে যুদ্ধ থামাতে রাজি করিয়েছেন তিনি। ভারত সেই দাবি খারিজ করে জানায়, পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির আবেদন এসেছিল। কিন্তু এরপরও একাধিকবার ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন ভারত-পাক সংঘর্ষবিরতির আসল কৃতিত্ব তাঁর।

ডোনাল্ড ট্রাম্প
Chile: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে কমিউনিস্ট ও চরম দক্ষিণপন্থী প্রার্থীর সরাসরি লড়াই
ডোনাল্ড ট্রাম্প
Zohran Mamdani: নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে জওহরলাল নেহরুকে স্মরণ মামদানির! বিজয়ী ভাষণে কী বললেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in