Mexico Tariff: ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ মেক্সিকোর! ট্রাম্পকে 'খুশি' করতে এই পদক্ষেপ?

People's Reporter: আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার মেক্সিকোর সেনেট ভারত, চীনসহ বেশ কয়েকটি এশিয়ার দেশের পণ্যের উপর সর্বোচ্চ ৫০% শুল্ক আরোপের প্রস্তাব অনুমোদন করেছে।
Mexico Tariff: ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ মেক্সিকোর! ট্রাম্পকে 'খুশি' করতে এই পদক্ষেপ?
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আমেরিকার পর এবার ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা করল মেক্সিকো। যা আগামী বছরের শুরু থেকেই কার্যকর হবে বলে সূত্রের খবর। ফলে ভারত-মেক্সিকোর বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার মেক্সিকোর সেনেট ভারত, চীনসহ বেশ কয়েকটি এশিয়ান দেশের পণ্যের উপর সর্বোচ্চ ৫০% শুল্ক আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নির্দেশিকা।

যে সকল দেশের সাথে মেক্সিকোর বাণিজ্যচুক্তি নেই তাদের অটোমোবাইল, অটো পার্টস, টেক্সটাইল, প্লাস্টিক, স্টিলসহ নানা পণ্যের উপর শুল্ক প্রযোজ্য হবে। এর ফলে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশ বড় ধাক্কা খাবে।

মেক্সিকো সরকার আশা করছে, নতুন শুল্ক ব্যবস্থায় আগামী বছরে অতিরিক্ত ৩.৭৬ বিলিয়ন ডলার (প্রায় ৩৩,৯১০ কোটি টাকা) আয় হবে।

দেশের উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম। যার জেরেই এই পদক্ষেপ বলে অনুমান।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্যচুক্তি (USMCA) পুনর্মূল্যায়নের আগে এই শুল্ক বৃদ্ধি মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করারই একটি কৌশল। যুক্তরাষ্ট্রই মেক্সিকোর সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

এর আগে চলতি বছর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিল মেক্সিকো। যদিও গত কয়েক মাস ধরে ট্রাম্প শেইনবাম প্রশাসনকে লক্ষ্য করে তীব্র সমালোচনা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তিনি মেক্সিকান প্রডাক্টের উপর শুল্ক আরোপ করেছেন। ফেন্টানিল পাচার রোধ করতে না পারার অভিযোগে অতিরিক্ত ২৫% শুল্ক এবং ১৯৪৪ সালের পানি-বণ্টন চুক্তি ভঙ্গের অভিযোগে ৫% শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন।

ভারত–মেক্সিকো বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা -

মেক্সিকোর নতুন শুল্ক নীতির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে। ২০২৪ সালে ভারত–মেক্সিকো বাণিজ্য মোট ১১.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

ভারত থেকে মেক্সিকোর প্রধান আমদানির মধ্যে রয়েছে মোটরগাড়ি, প্যাসেঞ্জার যানবাহন ও অটো পার্টস। যেগুলোর ওপর এবার সর্বোচ্চ ৫০% শুল্ক বসতে চলেছে। ফলে আগামী বছর থেকেই এসব রপ্তানিতে বড়সড় ধাক্কার আশঙ্কা রয়েছে।

Mexico Tariff: ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ মেক্সিকোর! ট্রাম্পকে 'খুশি' করতে এই পদক্ষেপ?
IMF: আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার পরেও পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলারের তহবিল আইএমএফ-এর
Mexico Tariff: ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ মেক্সিকোর! ট্রাম্পকে 'খুশি' করতে এই পদক্ষেপ?
US: তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য আমেরিকায় বন্ধ হচ্ছে অভিবাসন! কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in