IMF: আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার পরেও পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলারের তহবিল আইএমএফ-এর

People's Reporter: নাইজেল ক্লার্ক জানিয়েছেন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিশালী, বেসরকারি ক্ষেত্রের নেতৃত্বাধীন মধ্যমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানকে পদক্ষেপ নিতে হবে।
আইএমএফ
আইএমএফ ছবি - ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

মাত্র কয়েকদিন আগেই ইসলামাবাদের আর্থিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের তহবিলের ওপর নিয়ন্ত্রণের কড়া সমালোচনা করেও মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ ভান্ডার (International Monetary Fund – IMF) পাকিস্তানকে প্রায় ১.২ বিলিয়ন ডলারের নতুন ঋণ অনুমোদন করলো। যদিও মাত্র দু’সপ্তাহ আগেই পাকিস্তানের আর্থিক নীতির কড়া সমালোচনা করেছিল আইএমএফ।

গত ২৬ নভেম্বরের ওই বিবৃতিতে আইএমএফ পাকিস্তানের কড়া সমালোচনা করে জানিয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের আর্থিক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছে, আর্থিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী দুর্বলতা তুলে ধরেছে। আইএমএফ পাকিস্তানের জনসাধারণের সম্পদ কার্যকরভাবে পরিচালনা করার অক্ষমতার উপর অসন্তোষ প্রকাশ করেছে এবং করদাতাদের অর্থের রাজনৈতিক অপব্যবহার রোধে জরুরি সংস্কারের দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, আইএমএফ পাকিস্তানকে নগদ ব্যবস্থাপনা জোরদার করার জন্য ছয় মাসের মধ্যে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে বলেছে। আইএমএফ ভঙ্গুর ব্যবস্থারও সমালোচনা করছে, যেখানে একাধিক সংস্থা আর্থিক দায়িত্ব ভাগ করে নেয় এবং যা অদক্ষতা এবং বিভ্রান্তির সৃষ্টি করে।

আইএমএফ-এর পরিচালন পর্ষদ সম্প্রতি পাকিস্তানের ৩৭ মাসের বর্ধিত তহবিল-এর (Extended Fund Facility - EFF) দ্বিতীয় পর্যালোচনা সম্পন্ন করেছে। একইসঙ্গে সম্পন্ন হয়েছে (Resilience and Sustainability Facility - RSF)-এর প্রথম পর্যালোচনা। এরপরেই ইএফএফ-এর অধীনে ১ বিলিয়ন ডলার এবং আরএসএফ-এর অধীনে ২০০ বিলিয়ন মার্কিন ডলার তাৎক্ষণিকভাবে দেবার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানকে এই দুই ক্ষেত্রে মোট ৮.৪ বিলিয়ন ঋণের মধ্যে ৩.৩ বিলিয়ন ডলার দেওয়া হল।

ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, ইএফএফ-এর অধীনে পাকিস্তানের প্রচেষ্টা অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভয়াবহ বন্যার পর খাদ্যমূল্যের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি আবারও বাড়লেও সামগ্রিক ভাবে কঠোর বিধি মেনে চললে এই মুদ্রাস্ফীতি সাময়িক হবে।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক (Nigel Clarke) বিবৃতিতে জানিয়েছেন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিশালী, বেসরকারি ক্ষেত্রের নেতৃত্বাধীন মধ্যমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানকে বিচক্ষণতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইএমএফ
Pakistan: IMF-র পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফের পাকিস্তানকে ৮০ কোটি মার্কিন ডলারের আর্থিক সাহায্য
আইএমএফ
ভারতের আপত্তি সত্ত্বেও যুদ্ধ আবহে পাকিস্তানকে ৮৫০০ কোটির ঋণ IMF-র, তীব্র সমালোচনায় ওমর আবদুল্লাহ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in