US: তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য আমেরিকায় বন্ধ হচ্ছে অভিবাসন! কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

People's Reporter: সমাজমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি - ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিন শট
Published on

তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকদের অভিবাসন নিয়ে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত বন্ধ হতে চলেছে অভিবাসন। ভারতীয় সময় শুক্রবার সকালে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের কাছেই গুলি চলার ঘটনার পরই অভিবাসন নীতি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। নির্দিষ্ট কোনও দেশের নাম উল্লেখ না করলেও তৃতীয় বিশ্বের সকল দেশের জন্য অভিবাসনের দরজা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি।

সমাজমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, "আমি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারে। বাইডেনের আমলে হওয়া লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশ বাতিল করা হবে এবং যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাঁদের সকলকে সরিয়ে দেওয়া হবে। আমাদের দেশের যাঁরা নাগরিক নন তাঁদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করা হবে।"

তিনি আরও লেখেন, "এই লক্ষ্যগুলি অবৈধ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী জনসংখ্যা কমানোর জন্য। কেবলমাত্র বিপরীত অভিবাসনই এই পরিস্থিতির সম্পূর্ণ নিরাময় করতে পারে"।

প্রসঙ্গত, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের অদূরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। এর জেরে দুই ন্যাশনাল গার্ড কর্মী গুরুতর জখম হন। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি আফগানিস্তানের নাগরিক। নাম রহমানুল্লা লাকানওয়াল (২৯)। প্রাথমিকভাবে এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, “যে পশু ন্যাশনাল গার্ড কর্মীদের গুলি করেছে, তাকে এর চড়া মূল্য চোকাতে হবে।“

এরপর অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আসার পর আরও ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি জানান, "মার্কিন হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর নিশ্চিত যে, সন্দেহভাজন যুবক বিদেশি। তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, যে দেশটি বিশ্বে নরককুণ্ড হিসেবে পরিচিত।" এবার সমগ্র তৃতীয় বিশ্বের জন্য অভিবাসন বন্ধের সিদ্ধান্ত নিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যে পশু এটা করেছে তাকে চড়া মূল্য দিতে হবে, ন্যাশনাল গার্ড কর্মীদের গুলি করার ঘটনায় হুঙ্কার ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Donald Trump: 'ফোন করেছিলেন মোদী' - ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ফের নয়া দাবি ট্রাম্পের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in