PM Modi: সমুদ্রের মতো গভীর সম্পর্ক! অতীত ভুলে মালদ্বীপকে প্রায় ৫০০০ কোটি টাকা ঋণ দানের ঘোষণা মোদীর

People's Reporter: ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মুইজ্জুর “ইন্ডিয়া আউট” প্রচার নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল।
নরেন্দ্র মোদী এবং মহম্মদ মুইজ্জু
নরেন্দ্র মোদী এবং মহম্মদ মুইজ্জুছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

অতীতের তিক্ততা ভুলে ফের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। মালদ্বীপকে প্রায় ৫ হাজার কোটি টাকা ঋণ দানেরও ঘোষণা করেন নরেন্দ্র মোদী।

২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মুইজ্জুর “ইন্ডিয়া আউট” প্রচার নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে এবার মালদ্বীপ সফরে গিয়ে ভারত-মালদ্বীপ সম্পর্কের গভীরতা ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রের রাজধানী মালেতে রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক শেষে মোদী বলেন, “আমাদের সম্পর্কের শিকড় ইতিহাসের চেয়েও পুরনো এবং সমুদ্রের মতোই গভীর।”

এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোদী জানান, “ভারত মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে। ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের সাধারণ লক্ষ্য।”

নরেন্দ্র মোদী ভারতকে মালদ্বীপের “সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার” হিসেবে বর্ণনা করে এক নতুন পথ চলার সূচনা করলেন। পাশাপাশি মালদ্বীপকে ৪৮৫০ কোটি টাকা ঋণের দেওয়ার কথাও ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, “এই অর্থ মালদ্বীপের জনগণের অগ্রাধিকার অনুসারে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হবে।”

প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মুইজ্জু মালেতে একটি নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন, আদ্দু শহরে রাস্তা ও নিষ্কাশন ব্যবস্থা এবং হুলহুমালেতে ৩,৩০০ আবাসন ইউনিটসহ একাধিক ভারত-সমর্থিত প্রকল্প উদ্বোধন করেন। সেইসঙ্গে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে ৭২টি যানবাহন ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

নতুন প্রতিরক্ষা ভবনকে “বিশ্বাসের দৃঢ় প্রতীক”বলে অভিহিত করে মোদী। তিনি বলেন, “এটি দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক।”দুই দেশের মধ্যে শীঘ্রই একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত হবে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান মোদী।

সম্প্রতি নরেন্দ্র মোদী দীর্ঘসময়ে ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীকে পিছনে ফেলেছেন। যা নিয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান মহম্মদ মুইজ্জু। তিনি বলেন, “এই মাইলফলক জনসেবার প্রতি আপনার অটল প্রতিশ্রুতি ও ভারতীয় জনগণের অগ্রগতির প্রতি আপনার নিষ্ঠার প্রমাণ।”

প্রসঙ্গত, ২০২৩ সালে মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বিরোধিতা করতে শুরু করেন মহম্মদ মুইজ্জু। ‘মালদ্বীপে ভারতের প্রভাব’ কমানোর ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নেন তিনি। চীনের সাথে বন্ধুত্ব দেখিয়ে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

মুইজ্জু জানিয়েছিলেন, মালদ্বীপের সার্বোভৌমত্বে অন্য কোনও দেশের হস্তক্ষেপ মানবো না। একাধিক দেশের সাথে কূটনৈতিক আলোচনা হয়েছে। ভারতকে সেনা প্রত্যাহার করতেই হবে।

নরেন্দ্র মোদী এবং মহম্মদ মুইজ্জু
India-UK Free Trade: মদ, চকোলেট সস্তা - মুক্ত বাণিজ্যচুক্তিতে কী লাভ ভারতের? ব্রিটেনই বা কী পাচ্ছে?
নরেন্দ্র মোদী এবং মহম্মদ মুইজ্জু
রাশিয়া থেকে তেল কিনলে ১০০% শুল্ক আরোপ করা হবে - ভারত, চীন ও ব্রাজিলকে হুঁশিয়ারি আমেরিকার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in