
লন্ডনে মেট্রো স্টেশনের নাম বাঙলায় লেখা কেন? প্রশ্ন তুললেন এক সাংসদ। আর নিজের এক্স হ্যান্ডেলে ওই স্টেশনের ছবি তুলে পোষ্ট করার পরেই তাঁকে সমর্থন জানালেন এক্স সংস্থার মালিক এলন মাস্ক। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।
গ্রেট ইয়ারমাউথ-এর রিফর্ম ইউকে দলের সাংসদ রুপার্ট লোয়ে সম্প্রতি লন্ডন মেট্রোর হোয়াইটচ্যাপেল স্টেশনের এক ছবি পোষ্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার)। ওই স্টেশনের নাম বাঙলায় এবং ইংরেজিতে লেখা আছে। স্টেশনের ছবি পোষ্ট করে সাংসদ লেখেন, এই নাম শুধুমাত্র ‘ইংরেজি এবং ইংরেজিতেই লেখা উচিত।’
রবিবার করা ওই পোষ্টে তিনি লেখেন, ‘এটা লন্ডন – স্টেশনের নাম ইংরেজিতে এবং শুধুমাত্র ইংরেজিতেই লেখা উচিত।
এরপরেই তাঁর ওই পোষ্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং সেই পোষ্টে মন্তব্য করেন ধনকুবের এলন মাস্ক। যিনি আবার এক্স-এর মালিকও। সাংসদ লোয়ের পোষ্টে এলন মাস্ক লেখেন, ‘হ্যাঁ’।
সাংসদের এই পোষ্টে গিয়ে কেউ কেউ যেমন তাঁকে সমর্থন জানিয়েছেন, তেমনই অনেকেই বলেছেন, এতে কোনও ভুল নেই। অন্য ভাষায় স্টেশনের নাম লেখা যেতেই পারে।
মূলত ওই অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসাধারণের কথা ভেবে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়। যুক্তরাজ্যের এই অঞ্চলে প্রচুর বাংলাদেশি মানুষ বসবাস করেন।
রিফর্ম ইউকে রাজনৈতিক দল প্রসঙ্গে
রুপার্ট লোয়ে রিফর্ম ইউকে (পূর্বতন ব্রেক্সিট পার্টি) যুক্তরাজ্যের একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল এবং লিমিটেড কোম্পানি। ২০২৪ সাল থেকে এই দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন নাইজেল ফ্যারেজ জুন। এই দলের দ্বিতীয় শীর্ষ নেতার নাম রিচার্ড টাইস। বর্তমানে হাউস অফ কমন্সে এই দলের পাঁচজন সাংসদ (এমপি) এবং লন্ডন অ্যাসেম্বলিতে একজন সদস্য আছেন। স্থানীয় সরকার পর্যায়েও এই দলের বেশ কিছু প্রতিনিধিত্ব রয়েছে। এই দলের বেশিরভাগ স্থানীয় কাউন্সিলর কনজারভেটিভ পার্টি থেকে দলবদল করে রিফর্ম ইউকেতে এসেছেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় ফ্যারেজের নেতৃত্বে এই দলের সমর্থন অনেকটাই বাড়ে। নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসেবে এই দল যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম দল। যারা মোট ৪১,১৭,৬১০ ভোট পেয়েছিল যা মোট প্রদত্ত ভোটের ১৪.৩ শতাংশ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ী এলন মাস্ক রিফর্ম ইউকে দলের শীর্ষ নেতৃত্ব থেকে নাইজেল ফ্যারেজ জুনকে সরিয়ে রুপার্ট লোয়েকে বসানোর পক্ষে মত দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন