Canada Poll: কট্টর ট্রাম্প বিরোধী মার্ক কার্নির জয়, আবারও কানাডার ক্ষমতায় লিবারেল পার্টি

People's Reporter: মোট আসন ৩৪৩টি। ১৭২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা। শেষ পাওয়া খবর অনুযায়ী লিবারেল পার্টি পেয়েছে ১৬৮ আসন।
জয়ের পর মার্ক কার্নি
জয়ের পর মার্ক কার্নিছবি মার্কি কর্নির এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

* কানাডার নির্বাচনে জয়ী লিবারেল পার্টি। পরাজিত কনজারভেটিভরা।

* নির্বাচনে জয়লাভের পরেই ফের আমেরিকার বিরুদ্ধে সুর চড়ালেন ভোটে জয়ী মার্ক কার্নি।

* চলতি বছরের জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্চ মাসে দায়িত্ব নেন মার্ক কার্নি।

কানাডার নির্বাচনে জয়ী হয়েছে লিবারেল পার্টি। ইলেকশনস কানাডার তথ্য অনুসারে কানাডার নির্বাচনে ৬৭.১৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০২১ সালে ৬২.৬ শতাংশ ভোট পড়েছিল। নির্বাচনে জয়ের পর ফের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মার্ক কার্নি। গতকাল ২৮ এপ্রিল কানাডায় ভোটগ্রহণ করা হয়। ভোট শতাংশের বিচারে লিবারেল দল পেয়েছে ৪৩.৫ শতাংশ ভোট এবং রক্ষণশীল দল পেয়েছে ৪১.৪ শতাংশ ভোট।

চলতি বছরের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী পদ থেকে জাস্টিন ট্রুডোর ইস্তফার পর ১০ মার্চ ক্ষমতাসীন দল ‘লিবারেল পার্টি’র নেতৃত্বে আসেন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি। দলের অভ্যন্তরীণ নির্বাচনে প্রায় ৮৬ শতাংশ ভোট পান তিনি। প্রতিদ্বন্দ্বী ‘অর্থমন্ত্রী’ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তিনি পরাজিত করেন। রাজনৈতিক মহলে কার্নি কট্টর ট্রাম্প বিরোধী বলে পরিচিত।

এদিনের ফলাফলের পরই পরাজয় স্বীকার করে নেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েল পয়েলিভার। নির্বাচনে জয়লাভ নিশ্চিত জেনেই আমেরিকার বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে দিয়েছেন মার্ক কর্নি। তিনি বলেন, “আমাদের সঙ্গে আমেরিকার পুরনো সম্পর্ক এখন অতীত। আমেরিকার বিশ্বাসঘাতকতায় আমরা বিস্মিত হয়েছি।”

কানাডায় মোট আসন ৩৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২টি আসন। শেষ পাওয়া খবর অনুযায়ী লিবারেল পার্টি জয়ী হয়েছে এবং এগিয়ে আছে ১৬৮ আসনে, কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছে এবং এগিয়ে ১৪৪ আসনে। BQ জয়ী হয়েছে এবং এগিয়ে ২৩টি আসনে। নিউ ডেমোক্র্যাটিক পার্টি জয়ী এবং এগিয়ে ৭টি আসনে এবং গ্রিন পার্টি জয়ী ও এগিয়ে ১টি আসনে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ৯৯% ভোটগণনা সম্পূর্ণ হয়েছে। ৩৪৩ আসনের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা বাকি ১৫ আসনে।

মার্ক কার্নিকে এক্স মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এবং লিবারেল পার্টির জয়ের জন্য মার্ক কার্নিকে অভিনন্দন। ভারত ও কানাডা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং প্রাণবন্ত মানুষে মানুষে সম্পর্কের দ্বারা আবদ্ধ। আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং আমাদের জনগণের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে আপনার সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

চলতি বছরের ৭ জানুয়ারি পদত্যাগের কথা ঘোষণা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় ১ দশক ধরে কানাডার শাসনভার সামলেছেন তিনি। দলের ভিতরে ও বাইরে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। যদিও ইস্তফা দেবার পর দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

ইস্তফার পর অটোয়ায় সাংবাদিক সম্মেলন করে ৫৩ বছর বয়সী ট্রুডো নিজের হতাশার জায়গা তুলে ধরে তিনি বলেন, "যদি আমার কেবল একটিমাত্র আফসোস থাকে, তবে তা হল দেশের নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনা। আমি আশা করেছিলাম মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রকৃত পছন্দের স্বাধীনতা পাবে। একটি ব্যালটের মাধ্যমে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ অথবা তৃতীয় পছন্দের কাউকে বাছাইয়ের সুযোগ থাকবে তাঁদের কাছে।

জয়ের পর মার্ক কার্নি
Canada: পদত্যাগ করেও 'হতাশ' ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রী হিসেবে কী পরিবর্তন চেয়েছিলেন?
জয়ের পর মার্ক কার্নি
Justin Trudeau: কানাডায় লিবারেল পার্টির নেতৃত্বে মার্ক কার্নি, শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in