Iran-Israel Conflict: নেতানিয়াহুর বিমান গ্রীসে! দেশত্যাগ ইজরায়েলের প্রধানমন্ত্রীর?

People's Reporter: একাধিক সূত্র মারফত জানা গেছে, বিমানটি এখন এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (FIR) অধীনে রয়েছে। সাথে দুটি ইজরায়েলি যুদ্ধবিমান এসকর্ট হিসেবে রয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুফাইল ছবি এক্স থেকে সংগৃহীত
Published on

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারি বিমান ‘উইংস অফ জায়ন’-এর সঠিক অবস্থান নিয়ে সংবাদমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বিমানটি বর্তমানে গ্রিসের আকাশসীমায় অবস্থান করছে। এর আগে জানা যায় বিমানটি সাইপ্রাসে রয়েছে। তাহলে কি ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী? সেই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।

একাধিক সূত্র মারফত জানা গেছে, বিমানটি এখন এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (FIR) অধীনে রয়েছে। সাথে দুটি ইজরায়েলি যুদ্ধবিমান এসকর্ট হিসেবে রয়েছে। ওই বিমানে এথেন্সে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নোয়াম কাটজও রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সাম্প্রতিক হামলার পর একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় নেতানিয়াহুর বিমান সাইপ্রাসে রয়েছে। যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়।

উল্লেখ্য, ‘উইংস অফ জায়ন’ নামে পরিচিত এই বোয়িং 767-338ER মডেলের বিশেষ কনফিগার্ড বিমানটি ইজরায়েলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য ব্যবহৃত হয় এবং এটি ইজরায়েলের বিমান বাহিনীর কমান্ডের অধীনে পরিচালিত হয়। আর এই বিমানের সাথে সবসময়ই যুদ্ধবিমান থাকে। তবে ঠিক কী কারণে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিমান গ্রীসে গেছে এবং আদৌ ওই বিমানে বেঞ্জামিন নেতানইয়াহু গ্রিসে গেছেন কিনা তা স্পষ্ট নয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাডোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে সিএনএন গ্রিস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের উপর ইজরায়েলের আক্রমণের পর তেল আবিব বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার এই বিমানটি নোয়াম কাটজকে এথেন্সে নিয়ে আসে।

বিমান চলাচলের ক্ষেত্রে, এফআইআর হল একটি নির্ধারিত আকাশসীমা যা বিমানের তথ্য এবং সতর্কতার মতো বিমান চলাচল নিয়ন্ত্রণ পরিষেবা প্রদান করে। সূত্র অনুসারে ওই বিমানে রাষ্ট্রদূত কাটজই একমাত্র যাত্রী ছিলেন। অসমর্থিত সূত্র অনুসারে, ইরান ইজরায়েল সংঘাতের আবহে 'উইংস অফ জায়ন'-কে নিরাপদে রাখতেই আপাতত গ্রিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গ্রিস-ইজরায়েল সামরিক সহযোগিতা চুক্তি অনুসারে জরুরি পরিস্থিতিতে উভয় দেশের বিমানকে তাদের নিজ নিজ সামরিক বিমানবন্দরে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ স্থানান্তর এবং থাকার অনুমতি দেওয়া আছে।

Keywords: Iran-Israel conflict, Netanyahu plane Greece, Netanyahu leaves Israel, Israeli Prime Minister departure, Netanyahu Greece trip

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু
Iran-Israel Conflict: 'বিশ্ব চুপ থাকতে পারে না' - ইরান পাল্টা হামলা চালাতেই চাপে ইজরায়েল!
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু
Iran-Israel Conflict: অশান্ত মধ্যপ্রাচ্য, ইরানের বৃহত্তম পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা ইজরায়েলের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in