
ব্যর্থ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা। ফের উত্তপ্ত হয়ে উঠলো মধ্যপ্রাচ্য। এবার ইরানকে লক্ষ্য করে হামলা চালালো ইজরায়েল। তেহেরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণের হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ।
ভারতীয় সময় সোমবার মধ্যরাতেই ট্রাম্প ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, "যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইজরায়েল। এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।"
তিনি আরও জানিয়েছিলেন, "ইজরায়েল ও ইরান প্রায় একই সাথে আমার কাছে এসে যুদ্ধবিরতি চেয়েছে। আমি জানতাম এখনই সময়। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী! দুই দেশই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে। ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন!"
ইজয়ারেল ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে কোনও সদুত্তর দেওয়া হয়নি। ইরান জানায়, ট্রাম্পের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনাই হয়নি। ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের হামলায় ৪ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, "আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী)-কে তেহরানে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি। তেহরানের সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করার জন্য অভিযান চালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে"।
ইরানের পক্ষ থেকে ইজরায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর ইজরায়েলে কোনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন