

ইরান-ইজরায়েলের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমাজমাধ্যমে ট্রাম্পের দাবির পরেও হামলা চালিয়েছে ইরান। তবে তেহেরানের দাবি তারা যুদ্ধ থামাতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের যুদ্ধের ফলে ভারত সহ একাধিক দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। যুদ্ধবিরতির জন্য ইরানের উপর প্রথম থেকেই চাপ বাড়াচ্ছিল আমেরিকা। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইজরায়েল। এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
যদিও ট্রাম্পের সেই দাবি খারিজ করেছে ইরান। তেহেরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যুদ্ধ চায়নি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সাথে কোনও কথা হয়নি। তবে এটা ঠিক ইজরায়েল হামলা চালানো বন্ধ করলে ইরানও হামলা চালাবে না।
ট্রাম্প আরও দাবি করেন, "ইজরায়েল ও ইরান প্রায় একই সাথে আমার কাছে এসে বলে, "শান্তি!"। আমি জানতাম এখনই সময়। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী! দুই দেশই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে। ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন!"
ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করলেও পুনরায় ইজরায়েলে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইজরায়েলে এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের হামলায় ৪ জন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েল। এক বিবৃতিতে ইজরায়েল তরফ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্মতি রেখে সংঘর্ষবিরতির পক্ষে ইজরায়েল।
Keywords: Iran-Israel conflict, Iran-Israel war, Middle East tensions, Iran vs Israel, Iran-Israel Ceasefire, Iran, Israel, Donald Trump
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন