
• ইরান ইজরায়েল যুদ্ধে আমেরিকার পর এবার কি ময়দানে নামবে রাশিয়া?
• প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ইরানকে সাহায্য করতে প্রস্তুত।
• ইজরায়েলের পাশে আমেরিকা দাঁড়ানোর পর ইরানের পাশে রাশিয়া দাঁড়ালে বিশ্ব রাজনীতিতে তা নিঃসন্দেহে অন্য মাত্রা পাবে।
ইরান ইজরায়েল যুদ্ধের আবহে এই প্রথম মুখ খুললো রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্রেমলিনের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, ইরানকে সাহায্যের জন্য প্রস্তুত রাশিয়া। তবে এজন্য ইরানকে আগে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাশিয়া সাহায্য করতে প্রস্তুত। তবে সবকিছুই নির্ভর করছে ইরান কী চায় তার ওপর। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস (TASS) একথা জানিয়েছে।
পেসকভ আরও জানিয়েছেন, “আমরা আমাদের মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি। এটি সুনির্দিষ্ট প্রস্তাব। আমরা আমাদের অবস্থান জানিয়েছি, যা ইরানকে সমর্থনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আমরা এগোনোর আগে, সবকিছু নির্ভর করবে ইরানের এই মুহূর্তে কী প্রয়োজন তার উপর।”
পেসকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে দেখা করার পরিকল্পনা করেছেন এবং দুই পক্ষই সহায়তার বিকল্পগুলি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।
অন্যদিকে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেডভেডেভ এই প্রসঙ্গে একাধিক সোশ্যাল মিডিয়া পোষ্ট করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে এক পোষ্টে তিনি জানিয়েছেন, “আমরা স্পষ্টভাবে বলতে পারি, পারমাণবিক পদার্থের সমৃদ্ধকরণ এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে।” তিনি আরও জোর দিয়ে বলেন, মার্কিন হস্তক্ষেপ সত্ত্বেও, “পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামো” উল্লেখযোগ্যভাবে অক্ষত রয়েছে।
গতকাল ২২ জুন করা একাধিক এক্স হ্যান্ডেল পোষ্টের মধ্যে একটি পোষ্টে দিমিত্রি মেডভেডেভ বলেন, “এই পরিস্থিতিতে, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের কথা ভুলে যেতে পারেন – যতই তা আজকাল পক্ষপাতদুষ্ট হোক না কেন। কী দারুণ শুরু মিঃ প্রেসিডেন্ট, অভিনন্দন!”
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি মস্কো গেছেন।
এই প্রসঙ্গে আব্বাস আরাঘচি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ইরান এবং রাশিয়া দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছে, একে অন্যের সঙ্গে পরামর্শ করেছে। বিভিন্ন বিষয়ে যৌথ পদক্ষেপও গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার খুব ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
সোমবার ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী ইরানের ওপর হামলার নিন্দা করার জন্য রাশিয়ার প্রশংসা করেন এবং বলেন, রাশিয়া আন্তর্জাতিক আইনের সঠিক পক্ষে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইজরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক আগ্রাসনের কারণে এখন উত্তেজনা বাড়ছে। এই আগ্রাসন রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের বিরুদ্ধে বৈধভাবে নিজেকে রক্ষা করছে।
জুন মাসের ১৩ তারিখ ইরানের ওপর আচমকাই হামলা শুরু করে ইজরায়েল। এরপর রবিবার ২২ জুন ইরানের তিনটি পরমাণু কেন্দ্র নাতানজ, ফোরডো এবং ইস্পাহানের ওপর হামলা চালায় ইজরায়েলের সহযোগী আমেরিকা। যে ঘটনার পর বিশ্বজুড়ে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Keywords: Iran-Israel conflict, Iran-Israel war, Russia supports Iran, Middle East tensions, Iran vs Israel, Russia involvement in Iran-Israel war
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন