Iran-Israel Conflict: হরমুজ প্রণালী বন্ধ? ইরানের এই সিদ্ধান্তে কতটা অসুবিধে হতে পারে ভারতের?

People's Reporter: এখনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর নেই। ইরানের তাসনিম নিউজ এজেন্সি কিছু জানায়নি। যদিও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে।
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালীছবি - রিপাবলিকান এগেন্সট ট্রাম্প এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

• ইরান ইজরায়েল যুদ্ধের আবহে বন্ধ হতে পারে হরমুজ প্রণালী।

• নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সংসদ এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে।

• হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতে অপরিশোধিত তেল আমদানি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা।

নিজেদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের সংসদ (Iran’s Supreme National Security Council) রবিবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে একথা জানা গেছে। যদিও এখনও পর্যন্ত খুব স্পষ্টভাবে কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত কোনও খবর প্রকাশিত হয়নি। এমনকি ইরানের সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সিও এই বিষয়ে কিছু জানায়নি।

যদিও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে, যে পথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় কুড়ি শতাংশ পরিবহন করা হয়। এই পদক্ষেপ, যা প্রতিদিন ১ বিলিয়ন ডলার মূল্যের তেল পরিবহন বন্ধ করে দিতে পারে এবং এর ফলে তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সুপ্রিম কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত এলে এটি কার্যকর হবে।

ইরানের সরকারি প্রেস টিভি (Press TV) রবিবার জানিয়েছে, সংসদ হরমুজ প্রণালী ‘বন্ধ’ করার প্রস্তাব অনুমোদন করেছে। ইরানের সাংসদ এবং রিভলিউশনারি গার্ড কমান্ডার ইসমাইল কোসারি সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি তাদের ভাবনায় আছে এবং ‘যখনই প্রয়োজন হবে তখনই সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।’

হরমুজ প্রণালী দিয়ে মূলত অপরিশোধিত তেল ও গ্যাস বহনকারী জাহাজ চলাচল করে। তথ্য অনুসারে, বিশ্বের মোট তেল ও গ্যাস বহনকারী জাহাজের এক পঞ্চমাংশ এই পথে চলাচল করে। রবিবার সকালে আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আক্রমণ করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইরান।

হরমুজ প্রণালী বন্ধ হলে ভারত কি অসুবিধেয় পড়বে?

বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও এই প্রণালী বন্ধ হওয়ায় অসুবিধেয় পড়তে পারে। কারণ এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আসে। ভারত প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। যার মধ্যে ৪০ শতাংশের বেশি আসে এই হরমুজ প্রণালী দিয়ে।

এই প্রণালী বন্ধ হওয়ার ফলে তা ভারতের তৈল শোধনাগারের কাজ ব্যাহত করতে পারে। ফলে বাণিজ্য ভারসাম্য প্রভাবিত হওয়া এবং জ্বালানীর দাম বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞদের মতে এর ফলে একদিকে যেমন ভারতীয় টাকার ওপর চাপ পড়বে তেমনই আপাতত ভারত সরকারকে ৭৪ দিনের তেল সঞ্চয় থেকে সরে যেতে হতে পারে।

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করে। সবচেয়ে সংকীর্ণ স্থানে প্রায় ২১ মাইল (৩৩ কিলোমিটার) প্রশস্ত এই সরু চ্যানেলটি ইরানকে (উত্তর) আরব উপদ্বীপ (দক্ষিণ) থেকে পৃথক করে। কিন্তু জলপথে জাহাজ চলাচলের পথগুলি আরও সংকীর্ণ - প্রতিটি দিকে দুই মাইল বা তিন কিলোমিটারের সামান্য কিছু বেশি চওড়া, যেখানে আক্রমণ করা খুব সহজ। তাই ঝুঁকিপূর্ণ এই জলপথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

Keywords: Iran-Israel conflict, Strait of Hormuz, Iran decision, India oil imports, trade impact, Middle East tensions

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in