Israel vs Palestine: যুদ্ধ বিরতিতে সম্মতি নেতানইয়াহু মন্ত্রীসভার, রবিবার সকালে আক্রমণ থামাবে ইজরায়েল

People's Reporter: যুদ্ধবিরতির ঘোষণা হয়ে গেলেও শনিবার সকালেও ইজরায়েলি বাহিনীর পক্ষ থেকে একতরফা হানাদারি চালানো হয়েছে গাজায়। শেষ ২৪ ঘণ্টায় মোট ২৩ জন প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে এবং ৮৩ জন আহত হয়েছে।
ইজরায়েল হামাস যুদ্ধ
ইজরায়েল হামাস যুদ্ধফাইল ছবি ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

রবিবার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে। কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) একথা জানিয়েছেন। ২০২৩-এর অক্টোবর মাস থেকে ইজরায়েল বনাম প্যালেস্তাইনের মধ্যে সংঘাত চলছিল।

দুই পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতির ঘোষণা হয়ে গেলেও শনিবার সকালেও ইজরায়েলি বাহিনীর পক্ষ থেকে একতরফা হানাদারি চালানো হয়েছে গাজায়। সূত্র অনুসারে, এদিন ইজরায়েলের আক্রমণে মৃত্যু হয়েছে ৫ প্যালেস্তিনিয়র। শেষ ২৪ ঘণ্টায় মোট ২৩ জন প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে এবং ৮৩ জন আহত হয়েছে। প্যালেস্তিনিয় সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্যালেস্তাইনে ১১৯ জনের মৃত্যু হয়েছে।

এদিনের এক্স বার্তায় কাতারের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে চুক্তির ভিত্তিতে গাজা স্ট্রিপে আগামীকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে।

এই ঘোষণার আগে শনিবার সকালে এক দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের পর ইজরায়েলি মন্ত্রীসভা যুদ্ধবিরতির সিদ্ধান্তে সিলমোহর দেয়। বৈঠকের শেষে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।

দুই পক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানোর পর গত ৭ অক্টোবর, ২০২৩ থেকে ৪৬০ দিন ধরে চলা সংঘাতের অবসান হতে চলেছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ইজরায়েলি আক্রমণের জেরে এই সময় প্রায় ৪৬,৮৯৯ জন প্যালেস্তিনিয় মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১,১০,৭২৫ জন। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের শর্ত অনুসারে আগামীকাল থেকে বন্দীদের ছেড়ে দেওয়া শুরু হবে। আগামী ৬ সপ্তাহের মধ্যে গাজায় আটক ৩৩ জন ইজরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইজরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে ৭৩৭ জন প্যালেস্তিনিয় বন্দীদের মুক্তি দেওয়া হবে - রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার (দুপুর ২টা জিএমটি) আগে কেউ মুক্তি পাবে না।

বন্দী মুক্তি প্রসঙ্গে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত ইজরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে যাবে ততক্ষণ কোনও ইজরায়েলি বন্দীকে ছাড়া হবেনা।

ইজরায়েল হামাস যুদ্ধ
Israel vs Palestine: গাজার বিরুদ্ধে যুদ্ধবিরতিতে সম্মত হলে নেতানইয়াহু সরকারের মন্ত্রীর ইস্তফার হুমকি
ইজরায়েল হামাস যুদ্ধ
Israel Vs Palestine: ইজরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষের সমাবেশ, যুদ্ধবিরতির দাবি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in