Israel vs Palestine: দেড় লক্ষের বেশি প্যালেস্তিনিয় ঘর ছাড়তে বাধ্য হয়েছে - UNRWA রিপোর্ট

People's Reporter: প্যালেস্তাইনে দেড় লক্ষ নাগরিকের যাবার মত জায়গা নেই। দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (UNRWA) এক বিবৃতিতে একথা জানিয়েছে।
ইজরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস
ইজরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস ছবি এক্স ভিডিও থেকে স্ক্রীনশট

প্যালেস্তাইনে প্রায় ১,৫০,০০০ নাগরিকের কোথাও যাবার মত জায়গা নেই। বৃহস্পতিবার দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (UNRWA) এক বিবৃতিতে একথা জানিয়েছে। এঁরা সকলেই বর্তমানে প্যালেস্তাইনে ইজরায়েলি আক্রমণের শিকার। গত ৩ অক্টোবর প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ইজরায়েলের ওপর অতর্কিতে হামলা চালানোর পরেই গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক সহ প্যালেস্তাইনের বিস্তৃত অংশে আক্রমণ শুরু করে ইজরায়েল।

রাষ্ট্রসংঘের সাহায্যকারী সংস্থা জানিয়েছে, ‘শিশু, মহিলা, বয়স্ক মানুষ এবং শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের এই মুহূর্তে যাবার মত কোনও জায়গা নেই। এঁরা সকলেই নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্য গাজায় ইজরায়েলি বাহিনীর এলাকা খালি করার নির্দেশের পরেই এঁরা সবাই বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। একমাত্র কোনও যুদ্ধবিরতির ঘোষণাই এঁদের বাঁচাতে পারে।

নরওয়েন রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এগেলান্ড জানিয়েছেন, গাজায় ১৯ লক্ষ প্যালেস্তিনিয়, যা মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি, তারা বাস্তুচ্যুত হয়েছেন।

এগেলান্ড বলেন, ইজরায়েলের লাগাতার বোমা বর্ষণে গাজার প্রায় ২,৫০,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে গাজায় ১ লক্ষের বেশি মানুষের জন্য ফিরে নিরাপদে থাকবার মত কোনও বাড়িঘর নেই।  

ইজরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস
Israel vs Palestine: 'যুদ্ধ চলবে' - হুঙ্কার নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী নেতার
ইজরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস
Israel vs Palestine: ইজরায়েলি আক্রমণে বিধ্বস্ত গাজায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in