ট্রাম্পের হুঁশিয়ারিতেই সমাধান সূত্র! ইজরায়েলের সাথে ৬০ দিনের যুদ্ধবিরতিতে 'ইতিবাচক সাড়া' হামাসের

People's Reporter: সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, “হামাস মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং অবিলম্বে এই উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত।”
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল ছবি মারিও নাফল-এর এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

গাজায় চলমান সংঘাত থামাতে মাসের পর মাস ব্যর্থ চেষ্টার পর অবশেষে সমাধানের পথ খুলতে চলেছে। শুক্রবার হামাস জানিয়েছে, তারা ইজরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির একটি মার্কিন-সমর্থিত প্রস্তাবে সাড়া দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, হামাসের তরফ থেকে জানানো হয়, “হামাস মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং অবিলম্বে এই উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত তারা।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ইজরায়েল আগেই প্রস্তাবটি গ্রহণ করেছিল। ফলে উভয় পক্ষ এখন বিস্তারিত চূড়ান্ত আলোচনায় বসতে চলেছে। আলোচনার কেন্দ্রে থাকবে গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা।

প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির সময় হামাস মোট ১০ জন জীবিত পণবন্দি ও ১৮ জন মৃতের দেহ ফিরিয়ে দেবে। প্রথম দিনেই আটজন জীবিত পণবন্দী মুক্তি পাবে এবং বিনিময়ে কিছু প্যালেস্টাইন বন্দী ছাড়া হবে। মুক্তির ঘটনায় হামাস কোনো ধরনের আনুষ্ঠান বা উদযাপন করবে না। সিএনএন-র প্রতিবেদ অনুযায়ী গাজায় ৫০ জন ইজরায়েলী পণবন্দি রয়েছেন।

এই প্রস্তাবের অধীনে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা রাখার ব্যাপারে জোরদার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ইজরায়েল গাজায় আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা প্রদানে সম্মতি দিয়েছে।

এর আগে মার্কিন প্রসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, "ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। হামাস যদি এই প্রস্তাব না মানে তাহলে ফল ভালো হবে না। শুধু যুদ্ধবিরতি নয়, এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করার বিষয়ে আমরা আলোচনা করব।"

হামাস জানিয়েছে, তারা অভ্যন্তরীণ জাতীয় পরামর্শের মাধ্যমে একটি এমন চুক্তির লক্ষ্যে এগোচ্ছে, যা “আগ্রাসনের অবসান, ইজরায়েলি বাহিনী প্রত্যাহার এবং গাজাবাসীর জরুরি সহায়তা” নিশ্চিত করবে।

উল্লেখ্য, প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৫৭,০০০ এরও বেশি প্যালেস্টাইনবাসীকে হত্যা করেছে ইজরায়েল। তবে যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইরানে ইজরায়েলের সামরিক অভিযানের পর "অনেক সুযোগ খুলে গেছে"। যার মধ্যে গাজায় আটকে থাকা পণবন্দিদের ফিরিয়ে আনার সম্ভাবনাও অন্তর্ভুক্ত। সপ্তাহান্তে নেতানিয়াহুর ওয়াশিংটনে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করারও কথা।

প্রতীকী ছবি
Donald Trump: 'দেশের মানুষকে এত খুশি আগে দেখিনি' - 'বিগ, বিউটিফুল বিল'-এ সই করলেন ট্রাম্প
প্রতীকী ছবি
Ukraine Crisis: ট্রাম্পের সাথে ফোনালাপেও মিলল না সমাধান! ইউক্রেনে ভয়ঙ্কর ড্রোন হামলা রাশিয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in