
• গাজায় ত্রাণ দিতে যাবার পথে আটক গ্রেটা থুনবার্গ সহ অন্যান্যরা।
• ঘটনার তীব্র নিন্দায় সিপিআইএম।
• কোনও গ্রেফতারির ঘটনা ঘটেনি, জানালো ইজরায়েল বিদেশ মন্ত্রক।
গাজায় ত্রাণ দিতে যাবার পথে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) ও তাঁর সহকর্মীদের আটক হওয়ার ঘটনায় ইজরায়েল সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। আটক সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি।
সোমবার ভোরে ম্যাডলিন (Madleen) নামক ছোটো জাহাজে করে গাজায় ইজরায়েলি হামলায় আক্রান্ত মানুষদের ত্রাণ দিতে যাচ্ছিলেন থুনবার্গ সহ অন্যান্যরা। গ্রেটা থুনবার্গ ছাড়াও সেখানে আরও ১২ জন ছিলেন। যার মধ্যে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, জার্মানি, তুরস্ক, নেদারল্যান্ডসের নাগরিকরা রয়েছেন। 'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন', যারা গাজাতে ত্রাণ দেবার জন্য এই যাত্রা আয়োজন করেছিল তাদের পক্ষ থেকে আটক অথবা 'অপহরণের' বিষয়টি সামনে আনা হয়। গাজার কাছাকাছি যাবার আগেই ওই জাহাজকে আটক করে ইজরায়েলি সেনা।
'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন'-র এক্স মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে গ্রেটা থুনবার্গকে বলতে শোনা যায়, "আমার নাম গ্রেটা থুনবার্গ এবং আমি সুইডেনের নাগরিক। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে জানবেন আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করেছে ইজরায়েলি সেনা অথবা ইজরায়েল সমর্থিত কিছু সেনা। আমি আমার বন্ধু, পরিবার এবং কমরেডদের অনুরোধ করছি সুইডিশ সরকারের উপর চাপসৃষ্টি করতে যাতে আমি এবং আমার সহকর্মীরা তাড়াতাড়ি মুক্ত হতে পারি"।
ওই জাহাজেই থাকা ত্রাণ বহনকারী দলের অপর সদস্য রিমা হাসান (ফরাসি নাগরিক) ভিডিও বার্তায় জানান, আমরা ত্রাণ দেওয়ার জন্য ম্যাডলিন নামক জাহাজে করে যাচ্ছিলাম। সেই নৌকাটি ইজরায়েলি আর্মি বা ইজরায়েল সমর্থিত কোনো বাহিনী আটক করেছে। আমাদের সমর্থন করুন। আমাদের মুক্তির দাবিতে ফ্রান্স সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ জানাচ্ছি।
এই ঘটনায় ইজরায়েল সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। সিপিআইএম-র সাধারণ সম্পাদক এম এ বেবি ইজরায়েলি সরকারের সমালোচনা করে এক্স মাধ্যমে লেখেন, "গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য ১২ জন যে জাহাজে করে যাচ্ছিলেন সেই জাহাজ আটকানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিপিআইএম। ইজরায়েলি সরকারের এই আচরণের নিন্দা করছে সিপিআইএম। ওই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গাজায় ত্রাণ প্রদান করতে দিতে হবে।"
যদিও ইজরায়েলের পক্ষ থেকে এই আটক বা আপহরণে কথা অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, কাউকে অপহরণ করা হয়নি। যদি কেউ ত্রাণ দিতে চান তাহলে ইজরায়েলি সেনার হাতে তুলে দিলেই হবে। সেনা ত্রাণ পৌঁছে দেবে।
ইজরায়েল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক এক্স বিবৃতিতে দাবি করা হয়েছে, গ্রেটা থুনবার্গ ও অন্যান্যরা প্রচার পাবার লক্ষ্যে এক ছোটো জাহাজে করে গাজার দিকে যাচ্ছিলেন। ওই জাহাজে যা ত্রাণসামগ্রী ছিল তাতে ছোটো একটা ট্রাকও ভর্তি হবেনা। ওই বিবৃতিতে ইজরায়েল আরও দাবি করেছে, গত দু'সপ্তাহে ইজরায়েল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ১২০০ ট্রাক গাজায় পাঠানো হয়েছে।
Keywords: Greta Thunberg, Israel, CPI(M), detained, Gaza, aid, condemns, Israel-Palestine Conflict
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন