Greenland: 'গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয়', ট্রাম্প হুমকিতেও চড়া সুর ডেনমার্কের - ভাঙার মুখে ন্যাটো?

People's Reporter: ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান রাসমুস জারলভ জানিয়েছেন, গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয়। আমরা কোনোভাবেই ৫৭ হাজার ডেনিশ নাগরিককে আমেরিকান হবার জন্য বিক্রি করে দিতে পারিনা।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে আটক করার একসপ্তাহও কাটেনি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে গ্রীনল্যান্ড (Greenland) দখলের ঘোষণা। শুক্রবার তাঁর বক্তব্যের সারমর্ম, প্রয়োজনে তিনি গায়ের জোরেই গ্রীনল্যান্ড দখল করবেন। যা নিয়ে ডেনমার্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত আসন্ন বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। আমেরিকা গ্রীনল্যান্ড দখল করতে গেলে সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশও।

শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টই জানিয়েছেন, আমরা যদি গ্রীনল্যান্ড দখল না করি তাহলে রাশিয়া বা চিন গ্রীনল্যান্ড দখল করে নেবে। কারণ গ্রীনল্যান্ড ঘিরে রয়েছে রাশিয়া এবং চিনের যুদ্ধজাহাজ। এই অঞ্চলে রাশিয়া এবং চিন অত্যন্ত সক্রিয়। তিনি আরও বলেন, আমরা আলোচনার মাধ্যমেই এই কাজটা করতে চাইছি। কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে কঠিন পথে যাওয়া ছাড়া আমাদের সামনে কোনও বিকল্প নেই।

উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক দুই দেশই ন্যাটো-র (The North Atlantic Treaty Organization - NATO) প্রতিষ্ঠাতা সদস্য এবং সামরিক চুক্তির অংশীদার। ন্যাটো চুক্তি অনুসারে কোনও সদস্য দেশ যদি অন্য কোনও সদস্য দেশ আক্রমণ করে তাহলে সেই আক্রমণকে বাকি সদস্য দেশের ওপরে আক্রমণ বলে ধরা হবে। যদিও ন্যাটোর এই কেন্দ্রীয় চুক্তিই অস্বীকার করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রীনল্যান্ড দখলে বদ্ধপরিকর।

এর আগে ভেনেজুয়েলার তেল ভান্ডার দখলের সময়েও কোনও রাখঢাক করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তৈল ভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান তিনি।

যদিও গ্রীনল্যান্ড দখল সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের মনোভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। এই প্রসঙ্গে ডেনমার্ক জানিয়েছে, তারা সর্বশক্তি দিয়ে আমেরিকান আক্রমণ আটকাবে। ডেনমার্কের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান রাসমুস জারলভ জানিয়েছেন, সামরিক শক্তিতে আমরা আমেরিকার সঙ্গে এঁটে উঠতে না পারলেও কোনও আক্রমণ আমরা মেনে নেব না। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকা গ্রীনল্যান্ড দখল করার চেষ্টা করলে ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে। যে পদক্ষেপ সবথেকে বড়ো বোকামি এবং অনভিপ্রেত। যা বিশ্বের জন্য ধ্বংসাত্মক হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ড দখল করবার চেষ্টা এই প্রথম নয়। এর আগে তাঁর প্রথম দফার শাসনকালেও তিনি গ্রীনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। দ্বিতীয় দফাতেও তাঁর নির্বাচনী প্রচারের সময় তিনি গ্রীনল্যান্ড কিনে নেবার কথা জানিয়েছিলেন। যদিও এই প্রসঙ্গে জারলভ জানিয়েছেন, গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয়। আমরা কোনোভাবেই ৫৭ হাজার ডেনিশ নাগরিককে আমেরিকান হয়ে ওঠার জন্য বিক্রি করে দিতে পারিনা।

জারলভ আরও জানিয়েছেন, যদি আমেরিকা গ্রীনল্যান্ড আক্রমণ করে সেক্ষেত্রে ন্যাটোর সমাপ্তি ঘটতে পারে। কারণ তখন ডেনমার্ক বাধ্য হবে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করতে। যে চুক্তি অনুসারে, ডেনমার্ক আক্রান্ত হলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডেনমার্ক রক্ষার সামরিক অভিযানে অংশ নিতে।   

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Venezuela: ভেনেজুয়েলা জুড়ে বিস্ফোরণ, মার্কিন হামলার অভিযোগ; নিকোলাস মাদুরোর দেশে জরুরি অবস্থা জারি
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Venezuela: 'তেলের জন্য রক্তপাত চাই না' - নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আমেরিকা সহ দেশে দেশে বিক্ষোভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in