Gaza Strip: ১৬ বছর ধরে ইজরায়েলী অবরোধ, গাজায় দারিদ্র্যসীমার নিচে ৬৪ শতাংশ

কাউন্সিলের চেয়ারম্যান বাসেম নাইম বলেন, সম্মেলনের লক্ষ্য আন্তর্জাতিক আন্দোলনকে সক্রিয় করা এবং গাজা উপত্যকায় আরোপিত অবরোধ প্রত্যাহার করে রাজনৈতিক ব্যবস্থা চালু করা।
গাজা স্ট্রীপ
গাজা স্ট্রীপ ফাইল ছবি টিআরটি ওয়ার্ল্ড

গত ১৬ বছর ধরে উপকূলীয় ছিটমহলে ইসরায়েলি অবরোধ জারি থাকায় গাজা উপত্যকার জনসংখ্যার ৫৭ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। একথা জানিয়েছে প্যালেস্তানীয় কর্তৃপক্ষ।

প্যালেস্তাইন কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশনস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই অঞ্চলে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে।

সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, ২০০৭ সালে হামাস সহিংসভাবে উপকূলীয় ছিটমহলের নিয়ন্ত্রণ দখলে নেবার পর থেকে গাজা উপত্যকা, যেখানে প্রায় ২ মিলিয়নেরও বেশি প্যালেস্তানীয়দের বসবাস, সেই অঞ্চল ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে।

হামাস-শাসিত উপকূলীয় ছিটমহলের এই ভূমি এলাকা ৩৬০ বর্গ কিলোমিটারেরও বেশি এবং এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কাউন্সিল জানিয়েছে, জনসংখ্যার ৮০ শতাংশ মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির অনুদানের উপর নির্ভর করে।

কাউন্সিলের চেয়ারম্যান বাসেম নাইম বলেন, সম্মেলনের লক্ষ্য আন্তর্জাতিক আন্দোলনকে সক্রিয় করা এবং গাজা উপত্যকায় আরোপিত অবরোধ প্রত্যাহার করে রাজনৈতিক ব্যবস্থা চালু করা।

সম্মেলনে উপস্থিত অতিথিদের সামনে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে 1১৬ বছর ধরে গাজা উপত্যকায় আরোপিত ইসরায়েলি অবরোধ একটি অপরাধ যা বন্ধ করার জন্য চাপ দিতে হবে।"

গাজা স্ট্রীপ
Cambodia: কোভিড-১৯ মহামারীর জের - কম্বোডিয়ায় দারিদ্র্যসীমার নীচে ৪,৬০,০০০ জন
গাজা স্ট্রীপ
মাঝরাতে SMS করে সকলকে ছাঁটাই - ঘুমের মধ্যেই কাজ হারালেন মার্কিন ফার্নিচার কোম্পানির ২৭০০ কর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in