Cambodia: কোভিড-১৯ মহামারীর জের - কম্বোডিয়ায় দারিদ্র্যসীমার নীচে ৪,৬০,০০০ জন

কম্বোডিয়ার বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার মরিয়ম সেলিম বলেছেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দারিদ্র্য হ্রাসে চিত্তাকর্ষক সাফল্য সত্ত্বেও, অল্প সঞ্চয় বা নিরাপত্তার অভাবে অনেক পরিবার দুর্বল থেকে গেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সৌজন্য নম ফেন পোস্ট

কোভিড-১৯ মহামারীর কারণে কম্বোডিয়ায় প্রায় ৪,৬০,০০০ জন দারিদ্র্যসীমার নীচে চলে গেছে। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

'পভার্টি অ্যাসেসমেন্ট রিপোর্ট ফর কম্বোডিয়া, টুওয়ারড এ মোর ইনক্লুসিভ অ্যান্ড রিজিলিয়েন্ট কম্বোডিয়া’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার দারিদ্র্যের হার ২০০৯ থেকে ২০১৯ সাল - ১০ বছরের মধ্যে ৩৩.৮ শতাংশ থেকে ১৭.৮ শতাংশে নেমে এসেছে, যেখানে প্রায় ২ মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

ওই প্রতিবেদনেই জানানো হয়েছে, "২০২০ সাল থেকে, এই হার ২.৮ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রায় ৪,৬০,০০০ মানুষ দারিদ্র্য আয়ের সীমার নিচে নেমে গেছে।”

কম্বোডিয়ার বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার মরিয়ম সেলিম বলেছেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দারিদ্র্য হ্রাসে চিত্তাকর্ষক সাফল্য সত্ত্বেও, অল্প সঞ্চয় বা নিরাপত্তার অভাবে অনেক পরিবার দুর্বল থেকে গেছে।

তিনি আরও বলেন, "এর অর্থ হল কোভিড-১৯ কর্মসংস্থান এবং মজুরি কমে যাওয়ায় দারিদ্র্য মোকাবিলায় দেশের অগ্রগতিতে একটি ধাক্কা দিয়েছে।"

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী এবং এর সাথে আসা অর্থনৈতিক ধাক্কা থেকে পুনরুদ্ধার পেতে, কম্বোডিয়া বিভিন্ন নীতিমূলক পদক্ষেপ বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে লক্ষ্যযুক্ত নগদ স্থানান্তর, সামাজিক সুরক্ষা জোরদার করার পদক্ষেপ এবং স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের জনসংখ্যা ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লক্ষ।

বিশ্বব্যাংক জানিয়েছে এই দেশে জাতীয় দারিদ্র্যসীমা ১০,৯৫১ রিয়েল বা জনপ্রতি দিনে $২.৭ ডলার।

ছবি প্রতীকী
China: 'লকডাউন চাই না' - জিনপিং প্রশাসনের 'জিরো কোভিড পলিসি'র বিরুদ্ধে অসন্তোষ একাংশের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in