

আগামী মাসে পাকিস্তানে নির্বাচন। তার আগে চরম আর্থিক সংকটে পড়শি রাষ্ট্র পাকিস্তান। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, লাহোরে ১২টি ডিমের দাম ৪০০ পাকিস্তানি রুপি (PKR)। আইএমএফ ছাড়াও নানা জায়গা থেকে অর্থনেতিক সাহায্য পেয়েছে পাকিস্তান। কিন্ত, তাতেও সেই দেশের অবস্থা শোচনীয়। সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিস।
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে প্রতি কেজি পিঁয়াজের দাম ২৩০ থেকে ২৫০ PKR। সরকারের তরফে সেই দাম ১৭৫ PKR নির্ধারণ করা হলেও তা মানছেন না বিক্রেতারা। অন্যদিকে, লাহোরে এক কেজি মুরগি ৬১৫ PKR-এ বিক্রি হচ্ছে। দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে ২১৩ PKR-এ। চাল প্রতি কেজি ৩২৮ PKR। ফল বা সবজিতেও কোনও অন্যথা নেই। এক কেজি আপেলের দাম ২৭৩ PKR, টমেটো বিক্রি হচ্ছে ২০০ PKR কেজি।
উল্লেখ্য, গত মাসে এই অর্থ সংকট নিয়ে বৈঠক হয় পাকিস্তান মন্ত্রিসভায়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ, রাজস্ব ও অর্থনৈতিক বিষয়ের ভারপ্রাপ্ত ফেডারেল মন্ত্রী ড. শামশাদ আখতার। কিন্তু বৈঠকের পরেও মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাচ্ছে না দেশে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পাকিস্তানে অর্থ সংকট চলছে। বেড়েছে দেশের নগদ অর্থের সংকটও। আইএমএফ ৩ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের দুটি কিস্তি অনুমোদন করেছে। এতে ১.২ বিলিয়ন মার্কিন ডলারের প্রাথমিক কিস্তি ২০২৩ সালের জুলাই মাসে আইএমএফ প্রকাশ করে। এখন ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিতীয় কিস্তিও অনুমোদিত হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন