‘রাজনীতিটা আমার কাছে চয়েস, কম্পালসারি নয়’ - লাইভে এসে ফের বঙ্গ বিজেপিকে তুলোধোনা অনুপমের

People's Reporter: “আড়াই বছর অসুস্থ থাকার পর দুমাস মাঠে নেমেছিলাম তাতেই চোর চিটিংবাজদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম। চোরেদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিলাম। তাহলে ফুলটাইম মাঠে থাকলে কী হবে!
অনুপম হাজরা
অনুপম হাজরা ফাইল ছবি সংগৃহীত
Published on

তৃণমূল থেকে বিজেপিতে আসার পর প্রকাশ্যে বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন দলবদলু অনুপম হাজরা। যার ফলে সম্প্রতি বিজেপি তাঁকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার করেছে। তবুও যেন কিছুতেই থামছেন না তিনি। এবার ফেসবুক লাইভে এসে বঙ্গ বিজেপিকে আক্রমণ করলেন অনুপম হাজরা।

রবিবার বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় নিজের ফেসবুক থেকেই হঠাৎ লাইভ শুরু করেন অনুপম হাজরা। সেখানে ফের একবার বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। লাইভে এসে অনুপমকে বলতে শোনা যায়, “ভারতীয় রাজনীতিতে শিক্ষিতরা সংখ্যালঘু। যার জন্য চোর চিটিংবাজদের ভিড় বেশি।“

এদিন তাঁকে আরও বলতে শোনা যায়, “আড়াই বছর অসুস্থ থাকার পর দুমাস মাঠে নেমেছিলাম তাতেই চোর চিটিংবাজদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম। চোরেদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিলাম। তাহলে ফুলটাইম মাঠে থাকলে কী হবে! আমি মাঠে থাকলে অনেকেরই হাটে হাড়ি ভেঙে যাবে। দেখা যাক কিছু একটা হবে।“

এখানেই শেষ নয়, এরপর তাঁকে বলতে শোনা যায়, “কিছু লোকজন এত অন্তর্যামী হয়ে যায়, আমার ভবিষ্যৎবাণী তাঁরাই করে দেয়। কয়েকদিন আগে পর্যন্ত যারা চাইছিল আমি মাঠে নামি, তারাই এখন চাইছে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি।“

এরপর তাঁকে বলতে শোনা যায়, “বঞ্চিতদের জন্য মাঠে নেমেছিলাম। কিন্তু দলের মনে হয়েছে বঞ্চিতদের জন্য মাঠে নামার দরকার নেই। দল চাইছেই না বঞ্চিতরা, কোণঠাসারা মাঠে নামুক। আমি চেয়েছিলাম লোকসভা ভোটের আগে সবাই একসাথে কাজ করব। কিন্তু দল আত্মবিশ্বাসী যে যাঁরা মাঠে আছে তাঁদেরকে নিয়েই ৪২ এ ৪২ টা বা আরও এক দুটো সিট বেশি পেয়ে যাবে।”

অনুপম হাজরা বলেন, “রাজনীতিতে কামাবার জন্য আসিনি। যতদিন নিজে সৎ আছি, ততদিন কে কি বলল তাতে যায় আসে না। নামের আগে ডাক্তার আছে, কিছু না কিছু করে নেব। রাজনীতি ভাঙ্গিয়ে খেতে হবে না। যেদিন মনে হবে সেদিন অন্যরকম সিদ্ধান্ত নেব। আর পাঁচটা নেতার সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে মুশকিল। রাজনীতিটা আমার কাছে চয়েস, কম্পালসারি নয়।“

অনুপমের দাবি, “২০১৯ সালে বিজেপির অসময়ে দলে এসেছিলাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে আসিনি। অনেকেই এখন রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রাজনীতি না করলে না খেতে পেয়ে মরবে। চুরি করাটা তাদের কাছে একটা কম্পালসন। আমি বিজেপির সুসময়ে আসিনি। কিন্তু অনেকেই আছেন যারা জল মেপে বিজেপিতে যোগ দিয়েছেন।” 

তাঁর সংযোজন, "দলে যোগ দেওয়ার সময় আমার নাম নারদা, সারদায় ছিল না, ভালবেসে দলে এসেছিলাম। আমার কাছেও যেকোন সময় আয়কর, ইডি, সিবিআই আসতে পারে, পুরনো স্করপিও ছাড়া কিছু পাবেন।" 

অনুপম হাজরা
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, কবে খুলবে জট?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in