Amitabh Bachchan: রাম মন্দিরের কাছেই প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনলেন অমিতাভ বচ্চন

People's Reporter: অমিতাভ বচ্চনের কেনা জমি সরযূ এনক্লেভ, রাম মন্দির থেকে প্রায় ১৫ মিনিট দূরে এবং অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত বলেই জানা গেছে সংস্থার তরফে।
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চনফাইল চিত্র

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। যা নিয়ে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। এই আবহেই অযোধ্যার সরয়ূ নদীর পাড়ে জমি কিনলেন বিগ-বি অভিতাভ বচ্চন। জানা গিয়েছে, মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ। 

যদিও ওই জমির আকার ও মূল্য সম্পর্কে জানানো হয়নি ওই নির্মাণ সংস্থার তরফ থেকে। তবে সূত্র মারফত খবর, জমিটি প্রায় ১০ হাজার বর্গফুট এবং তার মূল্য হতে পারে প্রায় ১৪.৫ কোটি টাকা। জানা গেছে, এই সরয়ূ প্রজেক্ট আগামী ২২ তারিখ অর্থাৎ রামমন্দির উদ্বোধনের দিনই উদ্বোধন করা হবে।

অমিতাভ বচ্চনের কেনা জমি সরযূ এনক্লেভ, রাম মন্দির থেকে মাত্র ১৫ মিনিট দূরে এবং অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত বলে জানা গেছে সংস্থার তরফে। সংস্থার প্রেসিডেন্ট অভিনন্দন লোধা জানিয়েছেন, বিগ বি এই প্রজেক্টে বিনিয়োগ করার ফলে অন্যান্য গ্রাহকদের উৎসাহ বাড়বে। একদিকে রাম মন্দির প্রতিষ্ঠার ফলে অযোধ্যা নিয়ে সকলের বাড়তি আগ্রহ রয়েছে এবং এই নতুন সরযূ প্রজেক্টে সকলের আকর্ষণ থাকবে।

একটি অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেছিলেন, "আমি অযোধ্যার সরয়ূতে দ্য হাউস অফ অভিনন্দন লোধার সাথে এই যাত্রা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি। এই শহর আমার হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। অযোধ্যার কালজয়ী আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধি একটি মানসিক সংযোগ তৈরি করেছে যা ভৌগলিক সীমানা অতিক্রম করে।"

বলে রাখা ভালো, অমিতাভ বচ্চনের জন্ম প্রয়াগরাজে, যা অযোধ্যা থেকে ৫ ঘন্টার দূরত্বে অবস্থিত।

অমিতাভ বচ্চন
Bilkis Bano: বিলকিস বানোর কাহিনী নিয়ে ছবি করবেন কঙ্গনা, তৈরি চিত্রনাট্যও! আর কী বললেন অভিনেত্রী?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in