
রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প। ৮.৭ ম্যাগনিটিউডের এই ভূমিকম্পের জেরে বুধবার সমুদ্রে প্রায় ১৩ ফিট উচ্চতার ঢেউ দেখা গেছে। ভূমিকম্প প্রসঙ্গে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, আজকের এই ভূমিকম্প অত্যন্ত গুরুতর এবং গত কয়েকদশকের মধ্যে এত বড়ো মাত্রার ভূমিকম্প দেখা যায়নি। ভূমিকম্পের পর রাশিয়ার পাশাপাশি জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদসংস্থা তাস (TASS) জানিয়েছে, ১৯৫২ সালের পর এই প্রথম কামচাটটায় এত বড়ো মাপের ভূমিকম্প হয়েছে। বিভিন্ন পরিমাপের পর দেখা গেছে এই ভূমিকম্পের তীব্রতা ৮.৭ ম্যাগনিটিউড। ১৯৫২ সালে এই অঞ্চলে রিখটর স্কেলে ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছিল। তাস আরও জানিয়েছে, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত চারটি আফটার শক অনুভূত হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বের উপকূলবর্তী শহর পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.৭ ম্যাগনিটিউড। ভূমি থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলেও জানিয়েছে ইউএসজিএস। আভাচা উপকূলে পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার মানুষের বসবাস।
এখনও পর্যন্ত সেভাবে খবর না পাওয়া গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহু মানুষ আহত হয়েছেন। এছাড়াও জাপানেও সুনামির কারণে কিছু মানুষের আহত হবার খবর পাওয়া গেছে।
রাশিয়ার এই বড়োসড়ো ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের উত্তরপ্রান্তে আছড়ে পড়তে পারে সুনামি। সমুদ্রে ঢেউ-এর উচ্চতা ৩ মিটার ছাড়াতে পারে।
জাপান ছাড়াও রাশিয়ার এই বড়ো মাত্রার ভূমিকম্পের জেরে বিশ্বের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওয়াই, ইন্দোনেশিয়াতে জারি হয়েছে সুনামি সতর্কতা।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে জাপানের হোক্কাইডোতে সুনামি দেখা গেছে। জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, টোকাচি বন্দর, কুশিরো বন্দর, উপকূলবর্তী নিউমুরো হানাসাকি, হামানাকা শহর, এরিমো শহর সংলগ্ন অঞ্চলে সুনামি আছড়ে পড়েছে। জাপানে ভ্রমণরত বিদেশি পর্যটকদের আশ্রয় ও অন্যান্য সহায়তার জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।