Earthquake: ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আমেরিকার আলাস্কায়, সুনামি সতর্কতার পরেও তা প্রত্যাহার

People's Reporter: ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Earthquake: ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আমেরিকার আলাস্কায়, সুনামি সতর্কতার পরেও তা প্রত্যাহার
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

৭.৩ মাত্রার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আমেরিকার আলাস্কা উপকূল। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএস জিয়োলজিক্যাল সার্ভে) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আলাস্কার পোপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে ভূমিকম্পের পরেই আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও কয়েক ঘন্টা পরে সেই 'সতর্কতা' শব্দটি সরিয়ে 'পরামর্শ' শব্দটি ব্যবহার করা হয়। তবে এর পরে সেই 'পরামর্শ' শব্দও প্রত্যাহার করা হয়। ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, আপাতত সেখানে সুনামি বা জলোচ্ছ্বাসের কোনও আশঙ্কা নেই।

মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি জানিয়েছে, ৭.০ থেকে ৭.৯ তীব্রতার ভূমিকম্পকে গুরুতর ক্ষতিকর বলে মনে করা হয়। তবে প্রায় প্রতি বছরই এর কাছাকাছি তীব্রতার ভূমিকম্প আঘাত হানে আলাস্কার উপকূল বরাবর। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকার পাতের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভূমিকম্প। সমাজ মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ি দুলছে, দুলছে সুউচ্চ বহুতল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

এর আগে ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উত্তর আমেরিকায় যা এখনও পর্যন্ত রেকর্ড। এর ফলে ধ্বংস হয়ে যায় অ্যাঙ্কোরেজ শহর। ভূমিকম্প এবং সুনামির ফলে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

২০২৩ সালের জুলাইতে আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যদিও সেবার কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Earthquake: ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আমেরিকার আলাস্কায়, সুনামি সতর্কতার পরেও তা প্রত্যাহার
Assam: উচ্ছেদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন বিধানসভায় - আসামের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ CPIM-র!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in