
ভারতে অ্যাপল (Apple)-এর ব্যবসা বৃদ্ধি নিয়ে আপত্তি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ভারত নিজেদেরটা ঠিক বুঝে নেবে। অযথা ভারতে ব্যবসা করে লাভ নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কারুর অজানা নয়। এবার সেই ভারতেই অ্যাপল-এর ব্যবসা বাড়ানো নিয়ে খুশি নন ট্রাম্প। অ্যাপলের সিইও টিম কুককে ভারতে ব্যবসা না করার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে ট্রাম্প নিজেই একথা জানালেন।
জানা গেছে, অ্যাপল সিইও-র সাথে একটি বৈঠকে ট্রাম্প তাঁকে বলেন, "আমি আপনাকে অনেকে সাহায্য করেছি। ভবিষ্যতেও করতে চাই। কিন্তু শুনছি আপনি ভারতে উৎপাদন করতে চাইছেন। যা আমার পছন্দ নয়। আমি চাই না আপনি ভারতে অ্যাপলের জিনিস উৎপাদন করুন। চাইলে আপনি ভারতে অ্যাপলের পণ্য তৈরি করতেই পারেন। তবে ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপলের পণ্য বিক্রি করা খুব কঠিন।"
অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন যে ভারত আমেরিকার সাথে বিনা শুল্ক বাণিজ্যের একটি চুক্তি করতে চায়। যদিও এবিষয়ে ভারত সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। ট্রাম্পের কথায়, "তারা (ভারত) আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক দিতে হবে না। আমি টিমকে বলেছিলাম, বছরের পর বছর চীনে আপনি যখন কারখানা তৈরি করেছেন, তখনও আমরা ভালো ব্যবহার করেছি আপনার সাথে। তবে ভারতে আপনার উৎপাদন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে।"
প্রসঙ্গত, কয়েক বছর আগেই শোনা যায় ভারতে নিজের ব্যবসা বৃদ্ধি করতে চাইছে অ্যাপল। যার জন্য ভারতে তাদের কারখানা তৈরি হবে বলেও জানা যায়। লক্ষাধিক ভারতীয়র অ্যাপলের অধীনে কাজ পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। সম্প্রতি কুক ঘোষণাও করেছিলেন, জুন ত্রৈমাসিকে আমেরিকার বিক্রির জন্য বেশির ভাগ আইফোন তৈরি হবে এ দেশেই। কিন্তু ট্রাম্পের নির্দেশের পর সমস্ত কিছুই বৃথা মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অ্যাপল একটি মার্কিন সংস্থা হলেও, এর বেশির ভাগ জিনিসই এত দিন ধরে আমেরিকার বাইরেই তৈরি হয়ে এসেছে। সংবাদমাধ্যম সিএনবিসি-এর এক রিপোর্ট অনুসারে, অ্যাপল-এর ৮০ শতাংশেরও বেশি জিনিস চিনে তৈরি হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন