Tibet Earthquake: তিব্বত ভূমিকম্পে মৃত বেড়ে ৯৫! আহত ১৩০, চলছে উদ্ধারকাজ

People's Reporter: ইতিমধ্যেই ১৫০০ জনের বেশি স্থানীয় দমকলকর্মী ও উদ্ধারকারীকর্মী উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। প্রায় ২২ হাজার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
ভূমিকম্পের পর
ভূমিকম্পের পরছবি - সংগৃহীত
Published on

তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ জন। আহত ১৩০। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা।

মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপাল সীমান্ত সংলগ্ন তিব্বত। কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের উৎসস্থল তিব্বতের শিজাং শহর, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। যত সময় যাচ্ছে তত মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫।

ইতিমধ্যেই ১৫০০ জনের বেশি স্থানীয় দমকলকর্মী ও উদ্ধারকারীকর্মী উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। প্রায় ২২ হাজার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। যার মধ্যে সুতির তাঁবু, সুতির কোট, ফোল্ডিং বিছানা রয়েছে।

দ্বিতীয়বার ৭ টা ২ মিনিটে কম্পন অনুভূত হয়। এর তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে অর্থাৎ ৭টা ৭মিনিটে তৃতীয় কম্পন অনুভূত হয়। তীব্রতা ৪.৯। এছাড়া আরও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। স্থানীয়দের কথায়, প্রায় ৪০ বার আফটার শক অনুভূত হয়েছে। তিব্বত এবং নেপালের পাশাপাশি বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর
Canada: পদত্যাগ করেও 'হতাশ' ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রী হিসেবে কী পরিবর্তন চেয়েছিলেন?
ভূমিকম্পের পর
World Population: নতুন বছরে বিশ্বের জনসংখ্যা কত? শীর্ষে কোন দেশ? রিপোর্ট পেশ ইউ এস সেন্সাস ব্যুরোর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in