
তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ জন। আহত ১৩০। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা।
মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপাল সীমান্ত সংলগ্ন তিব্বত। কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের উৎসস্থল তিব্বতের শিজাং শহর, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। যত সময় যাচ্ছে তত মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫।
ইতিমধ্যেই ১৫০০ জনের বেশি স্থানীয় দমকলকর্মী ও উদ্ধারকারীকর্মী উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। প্রায় ২২ হাজার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। যার মধ্যে সুতির তাঁবু, সুতির কোট, ফোল্ডিং বিছানা রয়েছে।
দ্বিতীয়বার ৭ টা ২ মিনিটে কম্পন অনুভূত হয়। এর তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে অর্থাৎ ৭টা ৭মিনিটে তৃতীয় কম্পন অনুভূত হয়। তীব্রতা ৪.৯। এছাড়া আরও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। স্থানীয়দের কথায়, প্রায় ৪০ বার আফটার শক অনুভূত হয়েছে। তিব্বত এবং নেপালের পাশাপাশি বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন