China: ৩ জন উপসর্গহীন করোনা আক্রান্তের খোঁজ মিলতেই শহরের ১২ লক্ষ মানুষকে গৃহবন্দী করল চীন

সোমবার জারি করা ওই বিবৃতি অনুসারে, শহরের কেন্দ্রীয় এলাকার লোকেরা “বাইরে যেতে পারবে না। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের জন্য শহরের বাইরে চেক পয়েন্ট স্থাপন করা হবে।”
ইউঝাও শহর
ইউঝাও শহর ছবি - সংগৃহীত

মাত্র ৩টি উপসর্গহীন করোনা আক্রান্তের খোঁজ মিলতেই গোটা শহরকে লকডাউন করে ফেললো চীন সরকার। চীনের হেনান প্রদেশের শহর ইউঝাও, প্রায় ১২ লক্ষ মানুষের বসবাস এই শহরে। সোমবার রাতেই ঘোষণা করা হয়েছে, সমস্ত শহরবাসীকে বাধ্যতামূলক ঘরে থাকতে হবে।

সোমবার জারি করা ওই বিবৃতি অনুসারে, শহরের কেন্দ্রীয় এলাকার লোকেরা “বাইরে যেতে পারবে না। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের জন্য শহরের বাইরে চেক পয়েন্ট স্থাপন করা হবে।”

বাস এবং ট্যাক্সি পরিষেবা পুরোপুরি বন্ধ। শপিং মল, যাদুঘর এবং পর্যটক আকর্ষণগুলিও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সারা বিশ্বে যখন তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ছে, ইউরোপে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে লক্ষাধিক, সেখানে চীনে মাত্র ১৭৫ জন নতুনভাবে কোভিড আক্রান্ত হয়েছে। যার মধ্যে হেনান প্রদেশের পাঁচ টি কেস এবং পূর্বাঞ্চলীয় শহর নিংবোতে একটি পোশাক কারখানায় ৮ জন আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, রাজধানী বেজিংকে সম্পূর্ণ কোভিড মুক্ত বলে ঘোষণা করলেও অন্যান্য প্রদেশের শহরগুলি থেকে মাঝেমধ্যেই আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাছাড়া আর কয়েকমাসের মধ্যেই চীনে শুরু হবে শীতকালীন অলিম্পিক। সেক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেনা চীনা কর্তৃপক্ষ

ইউঝাও শহর
চীন ও দঃ কোরিয়ার বিমানবন্দরের ছবি উত্তরপ্রদেশের বিমানবন্দর হিসাবে পোস্ট একাধিক বিজেপি নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in