গত ১১ মাসে ভারত চীন বাণিজ্যের পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার

ছবি প্রতীকী সংগৃহীত
ছবি প্রতীকী সংগৃহীত

শেষ ১১ মাসে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য হয়েছে ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা থাকলেও বাণিজ্যে তার খুব একটা প্রভাব পড়েনি। সোমবার চীনে প্রকাশিত কাস্টমস ডাটা অনুসারে গত জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে চীন থেকে ভারত আমদানি করেছে ৫৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী।

পরিসংখ্যান অনুসারে ২০১৯ সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য হয়েছিলো ৯২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার প্রকাশিত তথ্য অনুসারে, চীন গত ১১ মাসে ভারত থেকে আমদানি করেছে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী। যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে এই সময় ভারত চীন থেকে আমদানি করেছে ৫৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী। যা গত বছরের এই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।

সাম্প্রতিক সময়ে পূর্ব লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এর পরেই নিরাপত্তার প্রশ্নে প্রায় ২০০-র বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। যদিও এই উত্তাপ দুই দেশের বাণিজ্যে সেরকম প্রভাব ফেলতে পারেনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in