

শেষ ১১ মাসে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য হয়েছে ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা থাকলেও বাণিজ্যে তার খুব একটা প্রভাব পড়েনি। সোমবার চীনে প্রকাশিত কাস্টমস ডাটা অনুসারে গত জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে চীন থেকে ভারত আমদানি করেছে ৫৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী।
পরিসংখ্যান অনুসারে ২০১৯ সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য হয়েছিলো ৯২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার প্রকাশিত তথ্য অনুসারে, চীন গত ১১ মাসে ভারত থেকে আমদানি করেছে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী। যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে এই সময় ভারত চীন থেকে আমদানি করেছে ৫৯ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রী। যা গত বছরের এই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।
সাম্প্রতিক সময়ে পূর্ব লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এর পরেই নিরাপত্তার প্রশ্নে প্রায় ২০০-র বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। যদিও এই উত্তাপ দুই দেশের বাণিজ্যে সেরকম প্রভাব ফেলতে পারেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন