Amsterdam: প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে আমস্টারডামে লাখো মানুষের মিছিল, বিক্ষোভ দেশে দেশে

People's Reporter: গতকালের ‘রেড লাইন মার্চ’ (Red Line March) বিক্ষোভে জড়ো হয়েছিলেন কমপক্ষে আড়াই লক্ষ মানুষ। ২৯ অক্টোবর সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এতবড় সমাবেশ বিস্মিত করেছে রাজনৈতিক মহলকে।
প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে আমস্টারডামে লাখো মানুষের সমাবেশ
প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে আমস্টারডামে লাখো মানুষের সমাবেশছবি এ নিউজ থেকে সংগৃহীত
Published on

প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের হানাদারি বন্ধ করার দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ। রবিবার এমনই বিক্ষোভ ইতিহাস সৃষ্টি করলো আমস্টারডামের সাধারণ মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং পুলিশ সূত্র অনুসারে, গতকালের ‘রেড লাইন মার্চ’ (Red Line March) বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছিলেন কমপক্ষে আড়াই লক্ষ মানুষ। আগামী ২৯ অক্টোবর সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এতবড় সমাবেশ বিস্মিত করেছে রাজনৈতিক মহলকে।

লাল রঙের পোশাক পরে এবং হাতে প্যালেস্তাইনের পতাকা নিয়ে বিক্ষোভে শামিল তাঁদের দাবি, ইজরায়েল প্যালেস্তাইন থেকে হাত ওঠাও।  পাশাপাশি নিজেদের দেশের সরকারের প্রতিও তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে ইজরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে হবে এবং ইজরায়েলকে অস্ত্র রফতানি বন্ধ করতে হবে।

গতকালের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বলেন, গাজায় যা ঘটছে আমরা তার প্রতিবাদ জানাতেই এখানে এসেছে। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, নেদারল্যান্ডের সরকার ইজরায়েলের যুদ্ধাপরাধ আটকাতে সক্রিয় নয়।

রবিবার বৃষ্টি মাথায় করে বিভিন্ন বয়সের মানুষ প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডের রাজধানীতে পৌঁছান। তাঁদের মুখে ছিল “ফ্রি ফ্রি প্যালেস্তাইন” শ্লোগান। তাঁদের হাতের ব্যানার পোষ্টারে লেখা ছিল, ‘ইজরায়েল তোমায় ধিক্কার’, “যতক্ষণ না গাজা মুক্ত হচ্ছে, ততক্ষণ আমরা মুক্ত নই।” মিছিল শুরু হয় মিউসিয়ামপ্লেন (Museumplein) থেকে এবং শেষ হয় ড্যাম স্কোয়ারে (Dam Square)।

যদিও গত মে মাসে হগে ইজরায়েল বিরোধী সমাবেশের পর থেকেই কিছুটা হলেও অবস্থান বদল করেছে নেদারল্যান্ডের সরকার। এর আগে গত জুলাই মাসে ইজরায়েলের অতি দক্ষিণপন্থী সরকারের দুই মন্ত্রীর সফরে নিষেধাজ্ঞা জারি করেছিল ডাচ সরকার। নেদারল্যান্ড সরকার জানিয়েছিল, এই মন্ত্রীরা গাজায় হিংসায় মদতদাতা।

গতকালের এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল পিস অ্যান্ড সলিডারিটি প্ল্যাটফর্ম নামক মঞ্চ। যে মঞ্চ গঠিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের নিয়ে।

গত কয়েকদিন ধরেই ইউরোপের দেশে দেশে ইজরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। বিশেষ করে ইজরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গদের ফ্লোটিলা আটক করার পর দেশে দেশে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। রোম, বার্সেলোনা, মাদ্রিদ সহ ইউরোপ জুড়ে একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সমাবেশেই প্যালেস্তিনিয়দের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করা হয়। ইস্তাম্বুলে, বিশাল জনতা হাজিয়া সোফিয়া মসজিদের বাইরে জড়ো হয় এবং প্যালেস্তিনিয় পতাকা উড়িয়ে গাজায় ইজরায়েলের অবরোধের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।

প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে আমস্টারডামে লাখো মানুষের সমাবেশ
Gaza Flotilla: ইজরায়েলি বাহিনীর হাতে আটক গ্রেটা থুনবার্গ সহ অন্যান্যরা, প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ
প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে আমস্টারডামে লাখো মানুষের সমাবেশ
Gaza: রাষ্ট্রসংঘের তদন্ত কমিশনের রিপোর্ট - গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in