Afghanistan: সবথেকে খারাপ অবস্থা মিডিয়া কর্মীদের, কাজ হারিয়েছেন ৭৯ শতাংশ

ফাউন্ডেশন গত দেড় মাসে আফগান সাংবাদিকদের ওপর এক সমীক্ষা চালিয়েছে করেছে এবং দেখেছে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানের সাংবাদিকরা সবচেয়ে খারাপ জীবনযাপন করছে।
Afghanistan: সবথেকে খারাপ অবস্থা মিডিয়া কর্মীদের, কাজ হারিয়েছেন ৭৯ শতাংশ
ছবি প্রতীকী ছবি এএফজিনিউজ ডট নেট-এর ট্যুইটের সৌজন্যে

আফগানিস্তানের জার্নালিস্ট ফাউন্ডেশন জানিয়েছে বর্তমানে দেশের মিডিয়াকর্মীরা সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, তাদের মধ্যে ৭৯ শতাংশ তাদের চাকরি হারিয়েছেন এবং অর্থ উপার্জন ও বেঁচে থাকার জন্য অন্যান্য পেশার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। একথা জানিয়েছে খামা প্রেস।

ফাউন্ডেশন গত দেড় মাসে আফগান সাংবাদিকদের ওপর এক সমীক্ষা চালিয়েছে করেছে এবং দেখেছে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানের সাংবাদিকরা সবচেয়ে খারাপ জীবনযাপন করছে।

ওই প্রতিবেদন অনুসারে, এর আগের পরিসংখ্যানে দেখা গেছিলো, আফগানিস্তানের ৭৫ শতাংশ মিডিয়া আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। ফাউন্ডেশনের ফলাফল অনুসারে ৯১ শতাংশ আফগান সাংবাদিক এই পেশা বেছে নিয়ে সন্তুষ্ট যেখানে মাত্র ৮ শতাংশ খুশি নন৷

আফগানিস্তান জুড়ে মোট ৪৬২ জন আফগান সাংবাদিক এই সমীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৩৯০ জন পুরুষ এবং ৭২ জন মহিলা ছিলেন।

ফাউন্ডেশন আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের তালিবান সরকারকে সাংবাদিকদের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে।

এই ঘটনায় আফগানিস্তানে সংবাদমাধ্যমের আধিকারিকরা সর্বদা সমালোচিত হয়েছেন। কারণ অভিযোগ তাঁরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গত দুই দশকে তাঁদের অবস্থানের অপব্যবহার করেছেন এবং তালিবানি দখলদারির পর কিছু না করেই আফগানিস্তান ছেড়ে গেছেন।

ছবি প্রতীকী
Afghanistan: বাড়ছে মহিলা সাংবাদিকদের ওপর বিধিনিষেধ, প্রবেশাধিকার নেই সাংবাদিক সম্মেলনে

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in