Brazil: ব্রাজিলে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানে নিহত ৬৪! নিন্দায় রাষ্ট্রসংঘ
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর সামনে এসেছে। যার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর। এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছে এই দফতর।
জানা গেছে, ব্রাজিলে প্রধান মাদক পাচারকারী চক্রকে টার্গেট করে রিও-র উত্তরাঞ্চলের দুইটি বস্তিতে প্রায় ২,৫০০ জন সশস্ত্র পুলিশ অভিযানে নামে। অভিযানে ৪ জন পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এক্স মাধ্যমে এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর জানায়, “রিও ডি জেনেইরোর ফাভেলাতে চলমান পুলিশি অভিযানে ইতিমধ্যে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে চারজন পুলিশও আছেন। এই ঘটনায় আমরা হতবাক।”
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের অভিযানের মাধ্যমে ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীর উপর পুলিশের প্রাণঘাতী সহিংসতার প্রবণতা আরও স্পষ্ট হচ্ছে। রাষ্ট্রসংঘ কর্তৃপক্ষ ব্রাজিল সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় এবং দ্রুত কার্যকর তদন্ত শুরু করার অনুরোধ করছে।
উল্লেখ্য, রিও-তে এই ধরণের পুলিশি অভিযান নতুন নয়। শহরের ফাভেলাগুলি, যেখানে দারিদ্র্য ও জনঘনত্ব বেশি, মাদকচক্রের নিয়ন্ত্রণে থাকে সেই এলাকা। তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব অভিযানে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনার তীব্র সমালোচনা করে আসছে।
মাদক সেবনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি নথি অনুযায়ী ২০২৩ সালে ১,৮০,০০০টি ঘটনা মাদক পাচারের সাথে যুক্ত ছিল। ১,৩০,০০০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। ২০২১ সালে এমন অভিযানে মৃত্যু হয়েছিল ২৫ জনের। ২০২৪ সালে প্রায় ৭০০ জনের প্রাণ গিয়েছিল পুলিশের মাদক বিরোধী অভিযানের ফলে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

