

উত্তরপ্রদেশে যোগী সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যর দলত্যাগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে জানালো এনডিএ শরিক আপনা দল(এস)। যদিও ওই বিবৃতিতে আপনা দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা এনডিএ ছেড়ে যাবার কথা ভাবছেন না।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় অনুপ্রিয়া প্যাটেলের স্বামী এবং আপনা দল (সোনেলাল)-এর প্রেসিডেন্ট আশিষ প্যাটেল আইএএনএস-কে জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে স্বামী প্রসাদ মৌর্য বিজেপি এবং এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন।
প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচন ছাড়াও ২০১৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আপনা দল (এস) এনডিএ শরিক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০১৭ রাজ্য বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক হিসেবে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনা দল (এস) ৯টি আসনে জয়ী হয়।
অতি সম্প্রতি উত্তরপ্রদেশের অপর এনডিএ শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি জোট ছেড়ে সমাজবাদী পার্টির জোটে যোগ দিয়েছে। এই দলের প্রেসিডেন্ট ওমপ্রকাশ রাজভর সাংবাদিকদের জানিয়েছেন, অনুপ্রিয়া প্যাটেল সমাজবাদী পার্টির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর আপনা দল (এস) প্রেসিডেন্ট আশিষ প্যাটেলকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, আপাতত আপনা দল(এস) এনডিএ-র সঙ্গেই আছে এবং জোট ছাড়াও কোনো প্রশ্ন নেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন